অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের চেহারায় আগেভাগেই বয়সের ছাপ পড়ে যায়। চোখের নিচের পাতা ঝুলে পড়া, ঠোঁটসহ মুখাবয়বে বলিরেখা পড়ে ধূমপায়ীরা সহজেই লাবণ্য হারান। সম্প্রতি মার্কিন এক গবেষণায় এ কথা বলা হয়েছে। গবেষকরা দুইজন ধূমপায়ীর অবয়ব পরীক্ষা করে দেখতে পান একজনের চেহারা অন্যজনের চেয়ে ৫৭ ভাগ নেতিয়ে পড়েছে। পরে দেখা গেছে, দু’জনই ধূমপায়ী।
তবে একজন সম্প্রতি ধূমপানে অভ্যস্ত হয়েছেন আর অন্যজন দীর্ঘদিন ধরে তা করে আসছেন। গবেষণা সম্পর্কে ওয়াশিংটন ইনস্টিটিউট অব ডারমাটোলজিক লেজারের বিশেষজ্ঞ ড. এলিজাবেথ তানজি বলেন, ধূমপান আপনাকে স্রেফ বুড়ো বানিয়ে দেবে। এর বাহ্যিক ক্ষতিই এটি। তিনি আরও বলেন, ধূমপানে ফুসফুস ক্যানসার, হৃদরোগ, হৃৎপি-ের ক্রিয়া বন্ধ হওয়া ছাড়াও আরেকটি বড় সমস্যা হচ্ছে এটি আপনাকে অনেক বেশি বুড়ো বানিয়ে দেবে। আর তাই এ অভ্যাস ত্যাগ করাই ভালো।
ড. তানজি পুরোপুরিভাবে ওই গবেষণায় জড়িত না থাকলেও তিনি বলেন, অন্যদের সঙ্গে তিনিও গবেষণার ফল দেখে এর সত্যতা পেয়েছেন। গবেষণায় ধূমপায়ী ও অধূমপায়ীদের নিয়ে ৪৫ জোড়া ছবি থেকে মূল্যায়নে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে অধূমপায়ীদের চেয়ে ধূমপায়ীদের মুখে ভাঁজ পড়েছে বেশি। সূত্র : বিডিনিউজ
- See more at: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।