তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি
বয়স হয়ে গেছে অনেক;
বিছানার পাশে টেবিলে সাজিয়ে রাখা
ঔষধের শিশিগুলো বারবার
সে কথাই মনে করিয়ে দেয়।
চলে যাবার সময় এসেছে;
হৃৎপিন্ডের দুর্বল কম্পনগুলো
ঘড়ির কাটার মতনই টিকিটিক শব্দে জানিয়ে দেয়
আমার প্রতি সময়ের অনাস্থার সংকেত।
অবচেতন মন তবু ঘুমের ঘোরে
ছুটে চলে যায় কৈশোরের ফেলে আসা
শিশির ভেঁজা দিনগুলোতে,
কিন্তু সময়ের পরিক্রমায় অতঃপর
ঘুম ভেঙ্গে গেলে-
বিছানার পাশে সাজিয়ে রাখা ঔষধের শিশিগুলো
ফিরিয়ে আনে বর্তমানের কঠিন বাস্তবতায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।