আমাদের কথা খুঁজে নিন

   

বলিউডের দুষ্টু গান - ১

আইটেম নাম্বার এর ইতিহাসটা মোটেও নতুন নয়, বিশেষ করে আইটেম নাম্বারের সাথে হেলেন এর নাম যখন ওতপ্রোতভাবে জড়িত। হেলেন সিনেমায় রাজত্ব করেছেন ৬০ থেকে ৮০-র দশক পর্যন্ত। হালের আইটেম নাম্বার এর পূর্বপুরুষ ছিল ক্যাবারে, ক্নাব বা পার্টি ড্যান্সাররা। সেসময় আইটেম গার্লদের উপস্থাপন ছিল ভিন্ন রকম। অনেক গানে আইটেম গার্লের সাথে নায়িকাদের সম্মিলিত নাচে দুজনকে দুভাবে উপস্থাপন করা হতো যেখানে নায়িকা আইটেমের তুলনায় অনেক ভদ্রপোষাকে থাকতো।

মূলত: এর উদ্দ্যে ছিল নায়িকার প্রতি দর্শকের যে শ্রদ্ধাবোধ তা যেন বজায় থাকে। অবশ্য বর্তমানে দর্শকের দৃষ্টিভঙ্গির পরিবর্তনে নায়িকাদের স্বল্প পোষাক আর উৎকট দেহবল্লরী বেশ সহনীয়, অনেক ক্ষেত্রে কাম্য। পূর্ন পোস্ট এখানে ============================================= বারান : বর্ষার রঙে আঁকা ভালোবাসার ছবি ব্লগার স্নিগ প্রথম অতিথি লেখক হিসেবে দারাশিকো ব্লগে যাত্রা শুরু করলেন। ইরানী পরিচালক মাজিদ মাজিদির সিনেমা বারান নিয়ে তার দারুন বিশ্লেষনধর্মী পোস্ট। মাস্ট রিড।

সালমান শাহের পরে চলচ্চিত্র শিল্প গত ৬ সেপ্টেম্বর তারিখে সালমান শাহ'র পনেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলী। রাজনৈতিক ডট কমে প্রকাশিত। সিনেমায় ক্রেনশট সিনেমায় অহরহ ক্রেনশট দেখে থাকবেন। বিশেষ করে হালের নাটকে এবং মিউজিক ভিডিওতে। ক্রেন শট নিয়ে সামান্য বাতচিত।

সিনেমায় গুপ্তহত্যা: সিনেমায় গুপ্তঘাতক এবং গুপ্তহত্যা বেশ পরিচিত বিষয়। এই ধরনের সিনেমাগুলো আমার বেশ লাগে। গুপ্তঘাতক এবং তাদের মিশন নিয়ে যে কটা সিনেমা ভালো লেগেছে, তার চারটি নিয়ে এই পোস্ট। দ্য ডে অব দ্য জ্যাকল: প্রেসিডেন্ট চার্লস দ্য গলকে হত্যার উদ্দেশ্যে ভাড়া করা হয়েছে একজন গুপ্তঘাতককে। তার নাম 'দ্য জ্যাকল'।

উপন্যাসে তৈরী এই চরিত্রটি পরবর্তীতে বেশ বিখ্যাত হয়ে উঠে, সত্যিকারের একজন গুপ্তঘাতক এই নামে পরিচিত হয়ে উঠেন। এসব নিয়েই এই পোস্ট। সিনেমায় ডিরেক্টরস কাট কি? : যারা সিনেমা ডাউনলোড করেন তারা হয়তো ডিরেক্টরস কাট শব্দটির সাথে পরিচিত। কি বোঝায় এই শব্দটি দ্বারা? মহামন্দায় সিনেমা, মহামন্দার সিনেমা: ১৯৩০ এর মহামন্দায় বেশ কিছু ক্ল্যাসিক সিনেমা নির্মিত হয়েছে, পরবর্তীতে বিভিন্ন সিনেমায় উঠে এসেছে সেরকম কিছু সিনেমা নিয়েই এই পোস্ট। থানা থেকে আসছি কোলকাতার সিনেমা, উত্তম কুমারের সিনেমার রিমেক।

============================================= সহীহ ডাউনলোডনামা: জেনে নিন সিনেমা ডাউনলোডের কিছু সাইটের নাম। সম্প্রতি কি সিনেমা দেখলাম: আমি শেয়ার করি এখানে, কিছু বন্ধুরাও করে, আপনারা্ও করতে পারেন। ============================================= ফেসবুকে দারাশিকোর ব্লগের সাথেই থাকুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।