প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, বলিউডি অভিনেতা অমিতাভ বচ্চনসহ অনিল কাপুর, অনুপম খের, মনোজ বাজপায়ির মতো অভিনেতারা শোক প্রকাশ করেছেন টুইটারের মাধ্যমে।
অমিতাভ লেখেন, “নেলসন ম্যান্ডেলা খুব বড় মনের একজন মানুষ, যার ভেতর ছিল বিশ্বাস এবং অধ্যাবসায়। তিনি আজ চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তার আদর্শ। যা আমাদের শেখায়, কীভাবে সত্যের জন্য লড়াই করতে হবে। আমার ভাগ্য খুবই ভালো যে আমি দুইবার তার সঙ্গে দেখা করে কিছুটা সময় কাটাতে পেরেছিলাম।
তার অসংখ্য গুণের মধ্যে সবচাইতে বড় গুণ ছিল নম্র স্বভাব। ”
অভিনেতা অনিল কাপুরও ম্যান্ডেলার মৃত্যুতে হয়েছেন শোকাহত। টুইটারে তিনি পোস্ট করেন, “ম্যান্ডেলা বলতেন নেতৃত্ব দিতে হয় পেছন থেকে,যেন বাকিরা ভাবে, তারা সামনে আছে। নেলসন ম্যান্ডেলার আত্মা শান্তি পাক। এমন একজন মানুষকে আমি শ্রদ্ধা জানাই।
”
নির্মাতা এবং প্রযোজক মহেশ ভাট লেখেন, “ম্যান্ডেলার সঙ্গে আমার সেই সাক্ষাতের মুহূর্তগুলো এখনও মনে পড়ে। আমার মনে আছে তিনি আমাকে বলেছিলেন, ভারতের মানুষদের কোনো পরামর্শ দেওয়া আমার উচিত হবে না। শুধু বলব, গান্ধীর মতবাদ অনুসারে চলো। ”
অভিনেতা অনুপম খের বলেন, “আশা, সাহস, সংগ্রাম, শান্তি এবং সহমর্মিতা, নেলসন ম্যান্ডেলার সঙ্গে এই অনুভূতিগুলোও বিশ্ব থেকে বিদায় নিয়েছে। তুমি যা কিছু করেছ, তার জন্য তোমাকে ধন্যবাদ।
”
‘এক থা টাইগার’-খ্যাত নির্মাতা কবির খান স্মৃতিচারণ করেন, দক্ষিণ আফ্রিকাতে একবার একটি ডকুমেন্টারি নির্মাণের সুবাদে ম্যান্ডেলার সঙ্গে সাক্ষাৎ হয় তার। তিনি টুইটারে লেখেন, “আমি একটি ডকুমেন্টারি নির্মাণের কাজে গিয়েছিলাম দক্ষিণ আফ্রিকায়। তখন আমার পরনে ছিল এক টিশার্ট যাতে লেখা, ‘ম্যান্ডেলাকে ভোট দিন’। আমার গায়ে এই টিশার্ট দেখে ম্যান্ডেলা হেসে বলেছিলেন, ‘তুমি কিন্তু এই টিশার্টের জন্য গ্রেফতার হয়ে যেতে পারো। ’
তিনি আরও লেখেন, “এমন একজন অসাধারণ মানুষের আত্মা যেন শান্তি পায়।
আমি তার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলাম, এটা ছিল আমার সৌভাগ্য। আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদের মধ্যে একটি হল ম্যান্ডেলার স্বাক্ষর করা তার জীবনীগ্রন্থ। ”
নির্মাতা কুনাল কোহলির পোস্ট ছিল, “মহাত্মা গান্ধীর মতো ম্যান্ডেলা ছিলেন শান্তি এবং প্রাণোচ্ছ্বলতার প্রতীক। এ ধরনের মানুষ পৃথিবীতে শত বছরে এক-দুবারই আসে। ”
সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল লেখেন, “নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য বিরোধী কিংবদন্তি নেতা।
২৭ বছর যিনি কারাগারে আবদ্ধ ছিলেন। তার অবদান মানবজাতি কখনও ভুলবে না। ”
অভিনেত্রী এবং মডেল লারা দত্ত ভূপাতি টুইটারে লেখেন, “স্বর্গে আজ নিশ্চয়ই অনেক আনন্দের দিন, কিন্তু আমাদের পৃথিবীতে আজ বিরাজ করছে শূন্যতা। ম্যান্ডেলার আত্মা শান্তি পাক। ”
পরিচালক পুজা ভাট পোস্ট করেন, “আমি এমন এক আফ্রিকার স্বপ্ন দেখি, যেখানে ম্যান্ডেলা না থাকলেও শান্তি বিরাজ করবে।
”
অভিনেতা মনোজ বাজপায়ি টুইট করেন, “একজন সাধক, বিপ্লবী, সংগ্রামী, দার্শনিক ম্যান্ডেলা আজ আর নেই। এই বিশ্ব আপনার অভাব সবসময় অনুভব করবে। ”
সংগীতশিল্পী সনু নিগম টুইটারে লেখেন, “এমন অনেক মানুষ আছে, যারা যথেষ্ট কমবয়সী হলেও আমাদের কাছে মনে হয় তারা বিশ্বের উপর বোঝা ছাড়া আর কিছুই নয়। কিন্তু ম্যান্ডেলা ছিলেন এমন এক মানুষ, ৯৫ বছর বয়সে আজ যখন তিনি আমাদের ছেড়ে চলে গেলেন, তখনও মনে হচ্ছে যেন তার অভাব থেকেই যাবে। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।