আমাদের কথা খুঁজে নিন

   

বলিউডের বিকিনি কাব্য

সোনমের কমলা বিকিনি এখন বলিউডের ব্রেকিং নিউজ। পরিচালক নূপুর আস্তানার নতুন ছবি 'বেওয়াকুঁফিয়া'তে বিকিনি পরে খবরের শিরোনাম হয়েছেন সোনম কাপুর। কিন্তু এহেন আলোচনা-সমালোচনায় নাকি রেগে গেছেন তিনি।

বলিউডে 'বিকিনি' মাঝে-মাঝেই খবর হিসেবে আলোচনায় আসে। সেখানে প্রথম বিকিনি বিপ্লব আনলেন শমির্লা ঠাকুর ৷ 'অ্যান ইভিনিং ইন প্যারিস' ছবিতে পরলেন নীল রঙের বিকিনি যা নিয়ে রীতিমতো বির্তকে জড়িয়ে পড়েছিলেন শর্মিলা। এরপর সিনেপর্দায় বিকিনি পরে ঝড় তোলেন একে একে জিনাত আমান, পরভিন ববি, মন্দাকিনি, ডিম্পল কাপাডিয়া।

বহুদিন পর মল্লিকা শেরাওয়াত 'খোয়াইশ' ছবির মাধ্যমে শুরু করেন নতুন বিকিনি ম্যাজিক। আগের নায়িকারা বিকিনি পরতেন সুইমিং কস্টিউমের কায়দায়, আর এখনকার নায়িকারা পরছেন ডায়মন্ডশেপ টুপিস। মল্লিকার পরে তালিকায় আসে নেহা ধুপিয়া, কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, বিপাশা বসু, সানি লিয়নের নাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।