নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করাটা মনে হয় বাঙ্গালী জাতীর চেয়ে আর কেউ বেশি করে কি না আমার জানা নেই। কেউ জানলে আমাকে জানালে কৃতজ্ঞ থাকব। কি আজব একাটা মিল বাঙ্গালী জাতীকে নেতৃত্ব দেওয়া দুই নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিম বঙ্গের মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জীর মধ্যে। মিলটা কি কেউ বলতে পারবেন ???? দুইজনই নিজ-নিজ দেশের সবচেয়ে সম্মানীত দুইজন ব্যক্তিকে প্রতিদন্দী মনে করে। এক জন নিজ দেশের নোবেল জয়ী ব্যাক্তিকে রেখে পার্শ্বের দেশের নোবেল জয়ী ব্যাক্তিকে নিয়ে ব্যাস্ত আর একজন নিজ রাজ্যের মানুষ রেখে অন্য রাজ্যের মানুষকে রাষ্ট্রপতি বানাতে ব্যস্ত। আর একটা মিল রয়েছে এদের দুই জনের মধ্যে এরা দুজনেই নিজ নিজ দেশের সাবেক দুই রাষ্ট্রপতিকে বিব্রত করতে সমান ভাবে পারদর্শী। একজন নিজের বানানো রাষ্টপতি ও বাংলাদেশের সবচেয়ে সম্মানিত সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নির্বাচনে হারার পরে বেঈমান বলে অসম্মানিতকরে আর একজন তার দেশের সবচয়ে সম্মানিত ব্যাক্তি সাবেক রাষ্ট্রপতি আবুল কালাম আজাদকে দ্বিতীয় বারের জন্য রাষ্ট্রপতি পদে প্রস্তাব করে বিব্রত করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।