সবাই হয়তো জানেন যে বিগত কিছুদিন যাবত মায়ানমারের রোহিঙ্গাদের উপর রাখাইন সম্প্রদায় দ্বারা যে অমানুষিক নির্যাতন শুরু হয়েছে তা থেকে বাঁচতে রোহিঙ্গারা পালিয়ে আমাদের দেশে অবস্থান নিচ্ছে। যদিও তাদের এই অবস্থান নিয়ে আমাদের দেশের সাধারণ মানুষদের মধ্যে কিছুটা দ্বিধা-দন্দের দেখা দিয়েছে। কেননা তাদের অতীত ইতিহাস খুব একটা ভালো না। তাদের নামে চোরাচালান, পাচার ইত্যাদি সহ কিছু অভিযোগ আছে। কিন্তু সব কিছুর উর্ধে যা আমাদের দেশের মানুষের মধ্যে ব্যাপক নাড়া দিয়েছে তা হল রোহিঙ্গারা মুসলমান আর তাদের উপর অমানুষিক নির্যাতনের ধরন।
তারপর ও আভ্যন্তরীণ সমস্যা আর নিরাপত্তার কারন সহ বেশ কিছু কারনে বাংলাদেশ সরকার এই দেশে রোহিঙ্গাদের আগমনের উপর নিষেধাগ্যা জারি করে। এত কিছুর পর ও উন্নত দেশ সহ কোন দেশ মায়ানমার সরকারকে কোন চাপ এখন পর্যন্ত দিচ্ছেনা। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য কথা হল মায়ানমারের হ্যাকাররা রোহিঙ্গাদের বাংলাদেশি উল্লেখ করে তাদের দেশ থেকে রোহিঙ্গাদের বিতাড়িত করার ঘোষনা দেয় আর বাংলাদেশি বিভিন্ন ওয়েব পেইজ হ্যাকিং এর ঘোষণা দেয়। যদিও আমাদের দেশের হ্যাকার গ্রুপ গতকাল পর্যন্ত শান্ত ছিল। কিন্তু এবার আমাদের হ্যাকাররা মায়ানমারের বিপক্ষে সাইবার যুদ্ধের ঘোষনা দেয়।
এবং আমরা আমাদের প্রথম জয়টা অতি জলদি অর্জন করতে সক্ষম হই মায়ানমারের হ্যাকারদের একটা গুরত্তপূর্ন ফেসবুক পেইজ বন্ধের মধ্য দিয়ে। এই যুদ্ধের সবে শুরু, বাংলাদেশি হ্যাকার গ্রুপ খুব দ্রুত আরো তথ্য আমাদের দিবে বলে জানিয়েছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।