আমাদের কথা খুঁজে নিন

   

বিশাল প্রবলেমে আছিরে ভাই...সমাধান দেন

শহরে নতুন..... ক্লাসের ভিতর কিছু পোলাপাইন বড় বদমাইশ হইয়া গেছে, গত কয়েক সপ্তাহ ধরেই প্রতিদিন কলম,জুতা,বই গায়েব হইতাছে। ১# আজ সকালে ল্যাব ক্লাসে ডুকলাম,একটা জুতা খুলে চেয়ারের নিচে পাঁ রেখে স্যারের কথা শুনতেছি,মিনিট ৩ পরে নিচে আমার আর জুতা খানা নাই :০। অনেক চিল্লাচিল্লির ১০ মিনিট পর আমার আশপাশে আবার জুতা খানা দেখা গেলে। ২# নতুন কলম নিয়ে গেলাম ক্লাসে, আর বাসায় এসে দেখি কলম যেটা নিয়া আসলাম তার কালি খুব কম,মানে ক্লাসের ভিতর যে বইয়ের সাথে রাখছিলাম সেই খান থেকে পাল্টে পেলছে। এই হচ্ছে অবস্থা,সবই ডিপার্টমেন্টের কচি কচি পোলাগুলার কাম, আমরা পলিটেকনিকে সবাই শেষ পর্বের ছাত্র আর এগুলা হচ্ছে প্রতিদিনকার গটনা। কিভাবে নিজের জুতা,কলম এই পোলাপাইনদের থেকে রক্ষা করতে পারি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.