আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রান্সের বিশাল জয়

স্ট্রাইকার অলিভিয়ে জিরুদের জোড়া গোল, ফরোয়ার্ড ফ্র্যাঙ্ক রিবেরির সফল পেনাল্টি ও মিডফিল্ডার ইয়োহান ক্যাবেইয়ের গোলে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
আর দ্বিতীয়ার্ধে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার ম্যাথিউ দিবুচি ও স্ট্রাইকার করিম বেনজেমা।
দীর্ঘ প্রায় দেড় বছর ও খেলার মাঠে এক হাজার ২২২ মিনিট পর জাতীয় দলের হয়ে গোল পেলেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার বেনজেমা। সর্বশেষ গতবছর ৫ জুন, এস্তোনিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে গোল করেছিলেন তিনি।
এদিকে ফরাসিদের কাছে বিশাল ব্যবধানের এই হারের পর কোচ হোলজার ওসিয়েককে বরখাস্ত করেছে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন (এফএফএ)।

গত মাসে ব্রাজিলের বিপক্ষে আরেক প্রীতি ম্যাচে ৬-০ গোলে হেরেছিল এরই মধ্যে ব্রাজিল বিশ্বকাপ নিশ্চিত করা দেশটি।
শুক্রবার রাতে ফ্রান্সের কোনো ম্যাচ ছিল না বলে প্রীতি এই ম্যাচ খেলে ফ্রান্স। 'আই' গ্রুপে সাত ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। সমান ম্যাচে তিন পয়েন্ট বেশি নিয়ে সবার উপরে আছে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন।
আগামী মঙ্গলবার বাছাইপবের্বের শেষ রাউন্ডের খেলায় ফ্রান্স খেলবে ফিনল্যান্ডের বিপক্ষে আর স্পেন খেলবে জর্জিয়ার সঙ্গে।

সরাসরি বিশ্বকাপে স্থান পাওয়ার দৌড়ে থাকা দুটি দলই খেলবে নিজেদের মাঠে।   
তবে সরাসরি ব্রাজিল যাত্রা নিশ্চিত করতে শেষ রাউন্ডে ফরাসিদের শুধু বড় ব্যবধানে জিতলেই হবে না, প্রার্থনা করতে হবে স্পেনের পরাজয়ের।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.