প্রথমত আমি খুবই বন্ধুত্বপূর্ণ। ওয়েব ডিজাইনের পাশাপাশি টু্রিজমের উপর কাজ করার ইচ্ছা আছে আমার। এ ব্যাপারে কেউ সাহায্য করলে চির কৃতার্থ থাকব। http://www.facebook.com/saintmartinbangladesh মিয়ানমারে মুসলমান ভাইদের হত্যা করা হচ্ছে, আজকে আমরা ১৫০ কোটি মুসলমান কিছুই করতে পারছি না । হায় আফসোস্ !!
খবরে জানা যাচ্ছে, মিয়ানমারের আরাকান রাজ্যে সামরিক সরকারের প্রত্যক্ষ মদতে বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন তথা মগ সন্ত্রাসীরা রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে।
লুণ্ঠন, ধর্ষণ ও অগ্নি সংযোগ এখন সেখানকার নৈমিত্তিক ঘটনা। এ পর্যন্ত শিশু ও মহিলাসহ ৫শ’ মুসলমান শাহাদত বরণ করেন এবং আহত হয়েছেন ২ হাজারেরও বেশি। ১১টি মসজিদ জ্বালিয়ে দেয়া হয়েছে। উঠতি বয়সের মুসলিম মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে মগ সন্ত্রাসীরা। দাওয়াতি কাজে জড়িত তাবলীগ জামায়াতের ১০ জন সদস্যকে যাত্রীবাহী বাস থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে বাজারে জবাই করে দেয়া হয়।
পৈশাচিকতার তাণ্ডবে ক্রমশ ভারি হয়ে উঠছে আরাকানের পরিবেশ। মংডু, আকিয়াব, টাংগোপ ও বুচিডং এলাকার পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। মিয়ানমারের অঞ্চলে বসবাসকারী মুসলিম জাতিগোষ্ঠী চরম মানবিক বিপর্যয়ের সম্মুখীন।
অথচ সারা বিশ্বে আজকে আমরা প্রায় ১৫০ কোটি মুসলমান এই ব্যাপারে কিছুই করতে পারছি না । মুসলিম রাষ্ট্রগুলো চুপচাপ বসে আছে।
এর কারন কি !?
এর কারন হচ্ছে আমাদের অন্তরে ওহান ঢেলে দেয় হয়েছে।
রাসুল(সাঃ) বলেছেন,“শীঘ্রই এমন একসময় আসবে, যখন এই পৃথিবীর বিভিন্ন জাতিরা একে অপরকে মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য পরস্পরকে আহবান করবে, যেভাবে ক্ষুধার্ত নেকড়ে তাদের খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে। ” কেউ একজন জিজ্ঞেস করলেন,“সেই সময় কি আমরা সংখ্যায় কম থাকবো?” উত্তরে রাসুল(সাঃ) বললেন,“না, সে সময় সংখ্যায় তোমরা হবে অগণিত। কিন্তু'তোমরা হবে বানের জলে ভেসে আসা খড়কুটোর মতো [অর্থাৎ, শক্তিহীন]। শত্রুদের অন্তরে তোমাদের সম্পর্কে যে ভয় আছে আল্লাহ তা উঠিয়ে নেবেন এবং তোমাদের অন্তরে তিনি ওহান নিক্ষেপ করবেন।
” একজন সাহাবী জিজ্ঞেস করলেন,“ইয়া রাসুলুল্লাহ! ওহান কি?” রাসুল(সাঃ) বললেন,“দুনিয়ার প্রতি ভালোবাসা আর মৃত্যুর প্রতি ঘৃণা। ” [আবু দাউদ এবং আহমদ]
রাসুলুল্লাহ(সাঃ ) ইন্তেকালের ১৪০০ বছর পর আমরা দেখতে পাচ্ছি, তাঁর এই ভবিষ্যতবাণী আজ অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। আজকে আমরা সংখ্যায় প্রায় ১৫০ কোটি, কিন্তু শক্তিহীন।
হায় আফসোস্ !! বড়ই আফসোস্ !
লেখক: হোসনে মুরাদ তারিফ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।