আমাদের কথা খুঁজে নিন

   

মেঘের উপর শহর

আমার ব্যক্তিগত ব্লগ

দার্জিলিং শহরটা খুব সম্ভবত: ৬০০০ফুট উঁচুতে অবস্থিত। তার আগে ছোট ছোট আরো ২টা শহর পার হতে হয়। এই শহর গুলোও পাহাড়ের উপর। মাঝে মাঝে মেঘ এসে ঘরে, রাস্তায় ঘিরে ফেলে, আবার চলে যায়। রাস্তার পার ঘেষে বাড়ি।

আপনার মনে হবে একতলা বাড়ি। আসলে আপনি হয়তো ৫তলার ঘর দেখছেন। সিঁড়ি বেয়ে পাহাড়ের গা দিয়ে নিচের তলায় যেতে হয়। পুরো শহরটাই পাহাড়ের গায়ে। শহরের রাস্তা গুলো উচু নিচু ঢেউ খেলানো।

মাঝে মাঝে সরু পায়েচলা পথে পাহাড়ের নিচে বা উপরে উঠে গেছে। সেখানে পাকা বাড়ি। রাতের বেলায় যদি আপনি উপরের দিকে তাকান তো তারার মেলা দেখতে পাবেন। আবার যদি নিচের দিকে তাকান তবুও তারার মেলা দেখবেন। আসলে সেগুলো হলো পাহাড়ের গায়ে লেগে থাকা বাড়ি ঘরের বাতি।

আমাদের সাথের পর্যটকরা বলছিলেন, তারা আগে দার্জিলিং এর কথা শুনেছেন, কিন্তু নিজে না এলে কোনদিন বুঝতেন না শহরটা এই রকম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।