চকিত চাহনী সেই হৃদয় দহনের ক্ষণ প্রতিটি প্রভাতে
ঝিরিঝিরি বাতাসের নির্মল দোলায়
ক্ষাণিকটা আত্মহারা হৃদয়_ প্রিয় গান গুলো
কর্কশ কণ্ঠে তুলেছিল স্মৃতিগাঁথা সুর,
অরিন্দম স্রোতে ভেসে যাচ্ছিল যেন
প্রিয় পথ, প্রান্তর, স্বজন;
সময়, স্মৃতি, বিস্মৃতি,
প্রিয় প্রবোদ দেয়া মুক্ত নীল আকাশ;
হয়ত হবে না আর তার সাথে দেখা
সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে স্বস্তির নি:শ্বাস
অকাতরে গড়াবে না হয়ত সবুজে সবুজে।
সন্তর্পনে মৃদঙ্গ পাখিটি
কুহেলিকার স্বপ্ন মদিরায় আসক্ত বাতাসে
অম্ল-মধুর তন্ত্রিতে জখমের চিহ্ন
ছুঁয়ে ছুঁয়ে জাগিয়ে যায়,
পথের মাতাল ছলকানি নিগৃহ আঁধারে
তড়পায়, সংকল্পের খনি যান্ত্রিক যুগান্তরে
ছাই হয়ে ছেড়া ভষ্ম স্মৃতির পাতায়; এভাবে
একটি অবান্তর চিন্তা স্থায়িত্ব পেয়ে যায়
অনায়াসে কঠিন সংকল্পের কাছে_
সেই থেকে ছুটে আসা প্রিয় সব
অপ্রিয় পথে, ফেলে আসা আজন্ম বাসনার
মাঝখানে আজ বিবর্ণ মেঘের দেয়াল।
জানি না কখনো দেখা হবে কিনা
কথা হবে কিনা নিরন্তর অবসরে
হাজার রঙ্গের মিষ্টি কণ্ঠ পাখিদের সাথে
বিষণ্নতার আবৃত চাদর সরিয়ে_
কখনো কী হবে ফেরা?
পাহাড় ঘেঁষা নদীর উজানে কিংবা
তুলতুলে নরোম ঘাষের অবারিত প্রান্তরে_
হয়ত জানি না, হয়ত হবে।
সে প্রিয় ভূমি;
অনুরাগ ছড়িয়ে পড়া অম্ল বাসনায় হামাগুড়ি,
চাষবাসের গল্প গুলি,
মৌঁমাছির গান অথবা জোনাকির আলো;
মনে নেই সেই সব কোথাও কারো।
দৃষ্টি ঘিরে রেখেছে কাঁচের আয়না;
হৃদয়ের চারপাশে মেঘের চক্র দেয়াল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।