আমাদের কথা খুঁজে নিন

   

আমি মেঘের দলে



আমার কোথাও যেতে ইচ্ছা করে না। সারা টা দিন ঐ একটা পুকুর, একটা কাঁঠাল গাছ, টুকরো ছায়া আর অখন্ড অবসর নিয়ে বসে, শুয়ে থাকতে মন চায়। দূরের আকাশ, আকাশ জোড়া সাদা মেঘ আমাকে একটানে নিয়ে যায় বিশুদ্ধ বাতাসে; খোলা আকাশে উড়তে উড়তে বিষাক্ত বাতাসের তীব্রতা হারিয়ে যায়। আমি মানুষ থেকে অতিমানব হয়ে যাই। সবুজ আর সবুজ, দু চোখে রঙ ধরে যায়। আদিগন্ত সবুজ, নীল নদী, পায়ে হাঁটা পথ। আমি উড়ে চলি, মেঘ থেকে মেঘে, আকাশ থেকে আকাশে। ধূসর পালকের মত কিংবা আমিও এক টুকরো মেঘ হয়ে যাই। আমি মেঘের মত ভাসতে থাকি, মেঘের দলে দুলতে থাকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।