শাফিক আফতাব-------------- আমি মেঘের মতো গলে গলে দুঃখ বেদনা থেকে প্রশমিত হতে চেয়েছি বৃষ্টিধৌত প্রভাতের মতোন নির্মল হতে চেয়েছি প্রদাহের উত্তেজনা থেকে মুক্থার দানা দিয়ে হালকা হতে চেয়েছি। তবু ঘুরেফিরে দুঃখবেদনার জল তবু ঝড়োবাতাসের ঢল তবু আপনাই জড়িয়ে যাই ঘটিত ঘটনে তবু দুষিত-জীবাণু বাতাসের ঝাঁপটায় বিক্ষত প্রাণে। তুমি ভালোবেসে দিয়েছিলে বাঁচার স্বাদ তোমাকে নিয়ে গড়ে ছিলাম এলিসি প্রাসাদ তোমাকে নিয়ে নির্মাণ করেছিলাম একটি তাজমহল তুমি এলেই জীবন হবে সহজসরল। অথচ জটিল থেকে জটিলতর হতে থাকলো ভালোবাসার গ্রন্থিসকল ভাইরাসের আক্রমনে রক্তসংবহন তন্ত্রে সংক্রমণ এখন দেখি বাঁচার চেয়ে অধিক ভালো পরলোকগমন। ২৮.০৬.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।