আমাদের কথা খুঁজে নিন

   

রোহিঙ্গা ইস্যুতে নতুন করে কি মানবতা শিখতে হবে শুশিল-মানবতাকারীদের কাছ থেকে?????

তাশফী মাহমুদ রোহিঙ্গা ইস্যুতে মনে হচ্ছে বিভিন্ন মানবতাবাদীদের কাছ থেকে মানবতার সংজ্ঞা নতুন করে শিখতে হবে। আমার কথা একটাই। অন্যের উপকার করতে যেয়ে নিজের পশ্চাৎদেশ দিয়ে বাঁশ ঢুকানোর নাম যদি হয় মানবতা, তাহলে সেই মানবতাকে না **র কারণে আনন্দের সাথে অমানবিক ট্যাগ গ্রহণ করতেও আমি রাজি আছি। আর যারা "মানবিকতা দেখাতে চান", তারা যা করতে পারেন----- বর্তমান মায়ানমার-রোহিঙ্গা বিষয়ে কয়েকটা কথা যেটা খুব মনে ধরেছে যেটা মানবতার আরও উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে ... ''বাংলাদেশ সরকারের এই নিষ্ঠুর অমানবিক কর্মকান্ডের প্রতিবাদে চলুন আমরা সব টেকনাফ এবং কক্সবাজারে যাই। আমরাই একটি করে বিপন্ন রোহিঙ্গা পরিবারকে সঙ্গী করে নিয়ে আসি।

সরকারকে আমরা প্রতিশ্রুতি দিবো যে এদের খাওয়া পড়া আশ্রয়ের ভার সরকারকে নিতে হবে না, আমরাই ব্যক্তি উদ্যোগে নিবো। কোন রাজনৈতিক দলকে এ থেকে ফায়দা লুটতে দেওয়া হবে না। আছেন কেউ? যাবেন?" মনে করাইয়া দিই, মানবতার বুলি আউরাইতে খরচ নাই, কিন্তু ওইখানে যাইতে আইতে খরচ আছে। আর যাদেররে ঘরে আশ্রয় দিবেন, তা্দের আবার আশ্রয়দাতারেই উৎখাত করার অতীত আছে । ১৯৯১ সাল থেকে বর্তমান ইতিহাস তাই বলে।

ধর্মকে ইস্যু বানালে বলতে হয়, নিজ দেশে কত মুসলমান, খুন হয়, নির্যাতিত হয়, ধর্ষিত হয়, আপনারা রাখেন সব খবর ??? প্রতিবাদ করেন ??? বিচার চান ??? আয়নার সামনে দাড়িয়ে নিজেকে প্রশ্ন গুলো করে দেখবেন। --- রোহিঙ্গা ইস্যুতে একটা চাপা-- আমি দেখলাম ফেইসবুকে এই ছবিটাকে লাশের সারি হিসেবে দেখা হচ্ছে। আসলে এরা সবাই জীবিত। থাই নেভী রোহিঙ্গা জেলেদের অবৈধ অনুপ্রবেশের শাস্তি দিচ্ছে। এ নিয়ে থাই নেভীর অনেক সমালোচনাও হয়েছে।

এই ব্লগটি দেখুন। View this link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.