যখন তোমার আকাশে উঠবে কালো মেঘের ঝড় জানা নেই পথ কি করে হতে হবে পার ভেব না তুমি শুধু আমার হাতে রেখ হাত বলে দেব কিভাবে দেবে পাড়ি অজানা পথ। অনিশ্চিত যদি হয় তোমার আগামী কাল শক্ত হাতে ধরব তোমার জীবন তরীর হাল মন যদি কাঁদে কভু আত্মার দহনে তাকিয়ে দেখ মনের ভেতর আমি আছি সেখানে। চল ছুটে অবিরাম আমার সাথে সাথে ইচ্ছেগুলো পূর্ণ করে ছড়িয়ে দেব পথে চিরদিন পাবে এই নিঃস্বার্থ ভালোবাসা তোমার সাথে আছি আমি মনে রেখ আশা। রংধনু মন হারায় যদি সুনীল আকাশে তোমার ডানায় ভর করে আমিও আছি যে পাহাড়সম দুঃখ যদি পথ রোধ করে তোমার পাশে আছি আমি ভয় পেও না তারে। জেগে ওঠার সময় হল খোল মনের দরজা খোল আজকে সবই দেব তোমায় যা কিছু মঙ্গলময় মায়ায় ভরা ভুবনটারে রেখ না আর আপন করে। আরো বেশি পেতে পার বিশ্বাষ যদি কর তারে। নদীর মত বইতে পার আমার সাথে সাথে ইচ্ছেগুলো পুরণ করে ছড়িয়ে দেব পথে তোমায় আমি বলতে যা চাই সহজ কথায় বলি নিজের ভেতর তাকিয়ে দেখ তুমি যে এক আত্মপ্রত্যয়ী দৃপ্ত পায়ে এগিয়ে চল ঝোড় হাওয়ায় অগ্নিসম বিশ্ববাসির প্রাণের মাঝে, তুমি অমানিশার আলো। নিজের উপর আস্থা বাড়াও ভয়ের ঘরে দাও হানা দাও পরম প্রভুর করুনা ধারায় জ্বাল অন্ধকারে আলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।