যখন তুমি ঘুমিয়ে রবে হাত বাড়িয়ে তোমায় ছোঁবো..আমি তোমার স্বপ্নে দেখা মেঘবালিকার স্পর্শ হবো
মাঝে মাঝে মাথার মধ্যে ভাংগা রেকর্ডের মতো করে একটা গান বাজতেই থাকে, বাজতেই থাকে। আজকে ঘুম থেকে উঠে মৌসুমের সাথে কথা বলার সময় থেকেই ''আমার সারা গা'য়, তোমার শহরের ধূলো মেখে'' এইটুক কেন জানিনা মাথায় ঘুরতেছিলো। অনেক কষ্টেও বের করতে পারিনাই... আর কিছুতেই মনে করতে পারতেসিলাম না গানটা কই থেকে আসলো। কার গান ... কিসের গান কিচ্ছু মনে পড়তেছিলোনা... আর আমার মাথায় গানের সুর কোনকালেই থাকেনা, যে সুর থেকে বাকিটা বের করবো। দুপুরে দিকে আমার বসের (ট্যাপা) ঝাড়ি শুনতেছিলাম বসে বসে, এর মধ্যে হুড়মুড় করে গানটা মাথায় আসছে, আমি ঝাড়ি শুনতে শুনতে বেশ একগাল হাসছিলাম মনে পড়ার আনন্দে। অন্য কোন বস হইলে কি ভাবতো জানিনা, আমাদের বাঁশওয়ালা দ্বিগুণ উতসাহে ঝাড়ি দিলো... আমি কিছু না কইয়া হাসি গিইল্যা ফেললাম ।আর এরপর থেকে ওয়েট করতেছিলাম কখন সবাই অফিস থেকে বের হবে আর আমি গানটা শুনবো... নাহ! মেঘদলের এই অ্যালবাম আমার মাথায় চিরস্থায়ী বন্দোবস্ত করে নিয়েছে- বাচ্চাকালে শোনা অঞ্জনের গানগুলা যেমন প্রায় জাতীয় সংগীত হয়ে গিয়েছে... এইটাও হয়ে যাচ্ছে প্রায়... কিছুতেই পুরান হয়না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।