এখনো নিজেকে মুক্ত করতে পারিনি নিজের মতো করে জানিনা এই মুক্তি আমার জীবনে আসবে কবে। মনের সাথে অনেক যুদ্ধ করেছি কিন্তু কোন সমাধান বা শান্তি চুক্তির সিদ্ধান্তে পৌছাতে পানরনি তাই তো নিজেকে বার বার প্রশ্ন করি আলোর মাঝে নিজেকে বিচলিত করে কি হবে। তার চেয়ে অন্ধকারে নিজেকে সাজাও তবুও ভাল থাকতে পারবে নিজের মতো করে।
ভালবাসা আলো আধারের লুকচুরী এখেলা খেলতে আর ভাল ভাগেনা একা একা
শত রঙের ফুল, সহস্র প্রজাপতি কিংবা রঙ বেরঙের রংধনু সবাই আমার খুব কাছের বন্ধু।
আমাকে মুগ্ধ করতেই যারা নিজেকে ব্যাস্ত রেখেছে দিন রাত্রি
তবুও যখন অল্প কিছু সময় চুরি করে ;লুকিয়ে, সবাইকে ফাঁকি দিয়ে
সে আমার সাথে দেখা করে, আর আমি তাকিয়ে থাকি তার আসার পথে চেয়ে,
আমি জানি, হয়ত তুমিও মানবে এই মেয়েটিকে আমি আসলেই ভালোবাসি।
তুমি আমাকে স্বপ্ন দেখতে মানা করতে পারো, কিংবা আকাশের দুরত্ব ...
মাপাতে পারো, লাভ এবং লোকসানের অংকও শেখাতে পারো।
কিন্তু বিশ্বাস করো, ভালবাসার চোখের দিকে তাকাই,
যখন দেখি আমার পুরো পৃথিবী, ওই দুটো চোখে আটকে গেছে,
তখন কেন জানি অন্ধকারেই বাঁচতে ভালো লাগে।
তুমি তাকে বিলাসিতা বলতে পারো, হেসে উড়িয়েও দিতে পারো,
কিন্তু আমি জানি, আমার বাঁচার জন্যে ভালবাসাই বেশি প্রয়োজন।
নিজেকে অনেক প্রশ্ন করেছি তোমার কাছে আমি কি পেয়েছি উত্তর মেলাতে পারিনি কোন কিছুর বিনিময়ে আমি তোমাকে ভালবাসিনি আর কখনো তোমার কোন ক্ষন হোক তাহাও চাইনি আমি জানি তুমি আজ অনেকটা কষ্টে জীবন যাপন করছো। তোমার এই সংগ্রাম তোমাকেই মোকাবেলা করতে হবে তাহলেই তুমি নিজেকে বিজয়ী হিসাবে তৈরী করতে পারবে এর জন্য অনেক ত্যাগ সশকার করতে হবে।
আমি তোমার মুক্তি দেখতে চাই তুমি ফিরে এসো তোমার ভূবনে যতো দূরেই থাকনা কেন একদিন তুমি নিজেকে নিজের মতো করে সাজাতে পারবে এটা আমার বিশ্বাস।
তোমার প্রতি আমার প্রত্যাশা রইল তুমি ফিরে এসো বন্ধু ?....২০০০ইং থেকে ২০১২ প্রায় একযুগ অনেকটা সময় আর কতো আনন্দ, বেদনা, ভালবাসা, দুঃখ, এটাই জীবন এখনো সব আগের মতোই আছে শুধু তুমি নাই তাই সব অন্ধকার। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।