সুন্দর আগামীর প্রত্যাশায়...... আজ আমার এক বন্ধুর বাসায় বেড়াতে গেলাম। গিয়ে দেখি সে অসুস্থ, জানতে পারলাম। তার অসুস্থতার কারণ-আশুলিয়ার গোলযোগ। বাসে করে উত্তরা যাচ্ছিলাম। পাশে বসা যাত্রি এভাবে তার মোবইলে অনেক্ষন কার সাথে যেন কথা বলছে।
গত কয়েক দিনের পত্রিকার মাধ্যমে আমরা সবাই অবগত আছি পোশাক শিল্প শ্রমীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা। চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে গতকাল সকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু মালিক ও শ্রমিকদের সাথে বৈঠক করেছেন। এবং একটি ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি গঠিত হয়েছে। এই কমিটি তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির আ্শ্বাস প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাবার হুমিক দিয়েছে।
দেখার বিষয় এইবারও তাদের ভাগ্যের উন্নয়ণ আলোচনার টেবিলের বাইরে আসতে পারে কি না? তবে আমার পাশে বসা যাত্রির কথা গুলো আমার হৃদয়ের কোথায় যেন একটু ব্যথা যোগ করে দিল। নিজে নিজেই সে বলতে লাগল-আমাদের প্রতি্নিয়ত হত্যা করা হচ্ছে, আহত করা হচ্ছে, জেলে ভরা হচ্ছে। তার বদলে আমরা শুধু আশ্বাস পাচ্ছি। তবে ভোট আসলে আমরা আমাদের নেতাদের কথা শুনে অবাক হই, আমরা নাকি দেশের উন্নতির প্রধান চালিকা শক্তি! জানিনা এসব কথা বলে আমাদেরকে আবার বলি দেয়ার জন্য প্রস্তুত করা হয় কিনা? তবে আমরা যারা পোশাক শ্রমীক আমাদের জীবনের সাথে আমাদের কাজেরও মিল আছে। আমরা যা তৈরী করি তা রপ্তানি হয় বিদেশে।
আর আমরা রপ্তানি হই না ফেরার দেশে। ................... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।