গান পাগলা সহজ সরল মন ভোলা তবে অন্যায়ে প্রতিবাদী
ওরা রাস্তার মানুষ,ওরা আমাদের মত শিক্ষিত নয়,ওদের সম্মান আর আমাদের সম্মান এক নয়,ওদের সুখ-দুঃখ,কষ্ট-বেদনা নেই ওরা যে শ্রমিক!! ওরা আমাদের দয়ায় বেঁচে থাকে,আমরা না দেখলে ওরা না খেয়ে মরবে!!!!!!!!
এটাই আমাদের মনোভাব একজন শ্রমিকের প্রতি।
আমাদের সমাজে বেশ কিছু শিক্ষিত সচেতন মানুষ আছেন,বিলাসিতা করাই তাদের নেশা। এসি গাড়ি না হলে একদম চলেই না। মুখে ভদ্রতার মুখোস পরিহিত এসব লোক এতটাই নিচ এতটাই জঘন্য,এর সব কিছু টাকা দিয়ে বিবেচনা করেন,একজন দিন মজুর তার কাছে কোন মানুষের পয্ায়ে পড়েন। নিজের এসি গাড়ির সাথে রিকশার চাকা লেগে রং উঠে গেছে,তো মাথায় রক্ত চড়ে গেছে, তার বাবার বয়সী রিকশাওয়ালার গায়ে হাত তলতে দিদ্বা বোধ হয়না।
আর একটা শ্রেনী আছেন যারা (দু) টাকার জন্য রিকাশাওয়ালার সাথে মারামারি করতে পারেন। নিযেকে এতটাই পাওয়ারফুল মনে করেন বৃদ্ধ একজন রিকশাওয়ালাকে তুই তুমি করে বলতে পারেন।
কিছুদিন আগে একবার ভি.আই.পি রোডে রিকশা চলাচল বন্ধ করা নিয়ে রিকশা শ্রমিকরা আন্দোলন করেছিল,লাভ কি হল? যানযট কমচে? বরং প্রাইভেট কারের আশীব্াদে যানযট আরও বেড়েছে। শুদু শুদু রিকশাওয়ালারা পাবলিকের মাইরও খাইলো পুলিশের মাইর তো ভাত মাছের মত আছেই। অথচ ঢাকা শহরে যানযটের মুল কারণ প্রাইভেট কার, জানি এ জন্য কোন ব্যাবস্থা নাই।
কারণ প্রাইভেট কারের মালিক তো আর রিকশাওয়ালা না।
আমরা কেন বুঝতে চেষ্টা করিনা এই কুলি মজুর মানুষের জন্যই আমরা জীবনকে উপভোগ করতে পারছি। শ্রমিকরা না থাকলে এতো নবাব গিরি বাইর হইয়া যাইতো।
যেই শ্রমিকদের জন্য এত টাকা আয় করতে পারছি,যেই শ্রমিকদের ঘামে ভেজা টাকায় দামি পাজারু মারাইতে পারছি, তাদেরকে কিছু বেতন বাড়িয়ে দিতে কষ্ট লাগে।
এরাই সাদা মানুষ।
এরাই নিষ্পাপ মানুষ। এরা জীবনের সাথে যুদ্ধ করে, করে কারো মাথায় বাড়ি দেয়না, কাউকে ক্রসফায়ার দেয়না,দূনি্তি কি ওরা এটা জানেনা। আমাদের মত সাটি্ফিকেট ধারী শিক্ষিত ধাঁচের গরুছাগলদের উচিত এই দেবতা সমতুল্য শ্রমিকদের প্রণাম করা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।