আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিমিনাল ফ্যানটাছি

অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত চলছে প্রাইভেট ও কোচিংয়ের দাপট। স্কুল ও কলেজ পর্যায়ে প্রাইভেট বা কোচিং এখন শ্রেণীকক্ষের বিকল্প হিসেবে দাঁড়িয়ে গেছে। শিক্ষকেরা যেমন শ্রেণীকক্ষে মনোযোগ কমিয়ে দিচ্ছেন, তেমনি অভিভাবকেরাও বাধ্য হয়ে সন্তানকে পাঠাচ্ছেন কোচিং বা গৃহশিক্ষকের কাছে। শিক্ষকের কাছে প্রাইভেট না পড়লে বিদ্যালয়ের পরীক্ষায় কম নম্বর দেওয়াসহ নানা ধরনের অনৈতিক ঘটনাও হচ্ছে। গণিতের একজন শিক্ষকের কাছে না পড়ায় ওই শিক্ষক মেয়েকে শ্রেণীকক্ষে গালিগালাজ করেন।

প্রাইভেট পড়ার জন্য নানাভাবে চাপ দিচ্ছেন। বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজনীয় গুণগত শিক্ষা দিতে পারছে না। ফলে শিক্ষার্থীরা ভালো ফলাফলের জন্য গৃহশিক্ষক বা কোচিংয়ের শরণাপন্ন হচ্ছে। এভাবে চলতে থাকলে , ফলাফলের আশয় আমদের নতুন প্রজন্ম মাকাল ফলে পরিণীত হবে । আমাদের এগিয়ে আসতে হবে প্রজন্মকে বাঁচতে , যেমন এগিয়ে এসেছে http://www.jompesh.com , যাদের উদ্দেশ্য শিখানো , internet এর মাধ্যমে সবর জন্য মুক্ত শিক্ষার ব্যবস্থা করা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.