আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন প্র্যাকটিস জার্সি, এটা কি বাংলাদেশের কোন দল? (ছবি সংযুক্ত)

কেউ কি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন প্র্যাকটিস জার্সিটা দেখেছেন ?? সাহারা গ্রুপ এর করা এই জার্সির সাথে ভারতীয় ক্রিকেট দলের ম্যাচ জার্সির অবাক করা মিল দেখে আর কারো না হউক, অন্তত আমার মনটা খুব খারাপ হয়েছে। লাল-সবুজের দেশ বাংলাদেশ । আর তার জাতীয় দলের প্র্যাকটিস জার্সি কিনা নীল রঙের ?? তাও আবার আরেকটি দেশের জার্সির সাথে সাদৃশ্য রেখে ??? বিসিবি কি পারত না রঙ্গটা নির্বাচন করে দিতে??? শুধু তাই নয়, বাংলাদেশের ম্যাচ জার্সিতে নেই বাংলাদেশ এর নাম!!!! কি অবাক হচ্ছেন??? অবাক হউয়ার কিছু নেই, বাংলাদেশে এমন হউয়াটাই যেন স্বাভাবিক। ছোট ছোট অনেক কিছুর মাঝেও নিজেদের দেশপ্রেম কতটুকু তা প্রকাশ পায় । বিসিবি এই ব্যাপারে পুরোই ব্যার্থ। ভারতীয় দলের জার্সিঃ বাংলাদেশ দলের প্র্যাকটিস জার্সিঃ বাংলাদেশ দলের ম্যাচ জার্সিঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.