আমাদের কথা খুঁজে নিন

   

লজ্জিত।

জীবনকে ভালোবাসি, তার চেয়েও বেশী ভালোবাসি মেয়েকে। ফেসবুক ব্লগ কোথাও শান্তি পাচ্ছিনা, সব জায়গায় শুধু বিশ্বজিত এর রক্তাক্ত ছবি, নির্মমভাবে কিছু হায়েনার হাতে ওর মৃত্যুর রগরগে বর্ণনা। কষ্ট পাচ্ছি, লজ্জা পাচ্ছি, আতংকিত হচ্ছি, ঘৃণা হচ্ছে। কষ্টে , লজ্জায়, আতংকে, ঘৃণায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে। কষ্ট হচ্ছে - বিশ্বজিতের মায়ের কথা ভেবে, ওর বাবার কথা ভেবে, ওর কথা ভেবে, কত আকুতি করেছিলো কত চেষ্টাই না করেছিলো ছেলেটা বাঁচার, রক্ত পিপাসু হায়েনারা বাঁচতে দিলোনা, ওর আকুতি হায়েনাদের মনে কোন রেখাপাত করতে পারলোনা।

লজ্জা পাচ্ছি এই মানুষরুপী হায়েনাদের কথা ভেবে, এরাও তো কোন মায়ের সন্তান, এদের মা বাবা কি এদেরকে মানুষের রক্ত এভাবে ঝরানোর জন্য জন্ম দিয়েছিলো? এদেরকে এমন শিক্ষা কি দিয়েছিলো এদের মা বাবা, আর ওদের মহান নেত্রী এই সোনার ছেলেদের এমন তান্ডব দেখে কিভাবে চুপ করে আছেন, ওনার কাছে কি ক্ষমতার চাইতে আর কোন কিছু বড় বলে মনে হয়না? এই সোনার ছেলেদের প্রচেষ্টায় উনি কি আবার ক্ষমতায় আসার দিবা স্বপ্নে এমন বিভোর হয়ে আছেন যে উনি আজকের পত্র- পত্রিকার কোন ছবি দেখেননি। অজ্ঞাত পরিচয় ২৫ জনের নামে মামলা করে জনগণকে আর কত প্রহসণ দেখানো হবে আর কত সাজানো নাটক দেখবে মানুষ? লজ্জা হচ্ছে এই ভেবে যে কেন জীবনের প্রথম ভোটটি এই সরকারের মনোনীত প্রার্থিকে দিয়েছিলাম? আতংকিত হচ্ছি এই ভেবে কাল আমি বা আমার ভাই বা আমার পরিচিত অন্য কেউ এমন হায়েনাদের রক্ত পিপাসার শিকার হতে পারি। শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌম এই দেশে কারো জীবনের এতোটুকু নিশ্চয়তা পর্যন্ত নেই। কোথাও নিরাপদ না আমরা না ঘরে না বাইরে না কর্মক্ষেত্রে না পথে ঘাটে। এমন একটি অবস্থায় আবার জননেত্রী নিজেকে নিজের সরকারকে দম্ভের সাথে সফল বলে দাবী করে তখন ঘৃণায় বিকৃত হয়ে যায় আমার মন, বিবেক।

ব্লগে ব্লগে ফেসবুকের পাতায় পাতায় আমরা আমাদের এই ক্ষোভ প্রদর্শণ করেই আবার নিশ্চুপ হয়ে যাবো আবার এমন ঘটনাগুলো ঘটতেই থকবে আর আমরা নিরব দর্শকের ভূমিকায় থেকে এগুলো দেখেই যাবো, কারণ অস্ত্রের ও ক্ষমতার সামনে আমরা সাধারণ মানুষ বড়ই অসহায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।