আমি আমাদের বাড়িতে ২০০০ সালের আগে TV ছিল না। চাচা দের ঘরে গিয়ে আমরা ভাই বোন TV দেখতাম। আর বাবা শুধু দেখতেন রাজ ৮ টার খবর। প্রতিদিন দেখতেন। আর দেখতেন সংসদ অধিবেশন।
আমরা কিছুই বুঝতাম না। বিরক্ত হতাম, মাঝে মাঝে চাচী ও বিরক্ত হতেন। তখন বাবা হয়তো মনে মনে রাগ করতেন, তাই কোন না কোন কাজের উছিলায় বের হয়ে আসতেন। টার পর ২০০০ সালে TV কিনলেন বাবা। সংসদ আর খবর এর সময় বাদে বাকি সময়টা ইচ্ছা মত দেখতে পারতাম।
তখন তো Dish TV ছিল না BTV আর কিছুদিন পর ETV.
বাবার সেই সংসদ অধিবেশন শোনার বা দেখার নেশা আমাকে খুব একটা প্রভাবিত করতে না পারলেও এখন যত বড় হচ্ছি কেন জানি Channel Change করার সময় যদি দেখি সংসদ অধিবেশন হচ্ছে, আর Channel Change করতে পারি না!!
গ্রামে গেলে একটু বেশি দেখা হয়, কারণ হাতে তেমন কোন কাজ থাকে না। বাড়িতে আমার বড় ভাই-এর একটি মিষ্টি বাবু আছে, বয়স ৩ + হবে, TV তে নানা রকম কার্টুন দেখে আর সাথে বিভিন্ন গান। কয়েকদিন পর থেকে হয়তো আমি TV দেখতে বসলে আমার সাথে এসে বসবে...
কিন্তু সংসদের নারী প্রতিনিধিদের মুখের যে ভাষা তাতে করে তো দেখছি বাড়িতে গিয়ে সংসদ অধিবেশন দেখাই বিপদজনক। মাঝে মাঝে আম্মার সামনে দেখতেই তো লজ্জা লাগে...
হয়তো ভাইস্তা কোন একদিন আমায় প্রস্ন করে বসবে-
“ কাকা নষ্ট পল্লী কী?” ,
“ কাকা চুদুর-বুদুর কী ? ”,
“ নারায়ণগঞ্জে কী নষ্ট পল্লী পাওয়া যায়? আমি দেখবো...” ইত্যাদি
তবে অনেকের এই বয়সী ছেলেমেয়ের প্রথম প্রশ্নই হয়তো- “আব্বু, ওরা ঝগড়া করে কেন?”
যতদিন সংসদ সদস্য হিসেবে আমরা এদেরকে বেছে নেব ততদিন দেশের ভাল হওয়ার স্বপ্ন দেখা বারণ। ভাই দেশের এত ভাল ভাল মানুষ অকালে প্রাণ হারাচ্ছে! এদের কিছু হয় না কেন???
যদি আগামী নির্বাচনে এদেরকেই ভোট দিয়ে জনগণ নির্বাচিত করে তবে আমি বলবো- “আমি লজ্জিত আমি একজন ভোটার” আমি লজ্জিত কারন এরা আমাদের “প্রতিনিধি”।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।