এ জীবন ফেরীওয়ালার কাঁধে সস্তা প্রসাধনী ভরা চারস্তর ওয়ালা বাক্সের তৃতীয় স্তরে বন্দী। সঙ্গী শুধু গ্লাস মোছার দীঘলে বড় ত্যানা। বজ্রপাত ছুঁড়ো হে রাজা- ছুঁড়ো বজ্রপাত; বাড়ি বাড়ি ঘুরে ঘুরে আমাকে বহন করে যে তার মাথায়- "লাগবেনি গো চুলের কাঁটা" বলে যে দাঁড়িয়ে থাকে আঙ্গিনায়। আমাকে ছুঁয়ে দাও- দাও বজ্রপাতের আশীর্বাদ; নিয়ে যাও আমাকে শতকবন্দী সিন্দুকে । আমি ঘুমাতে চাই জীবনবন্দী রাজার অতল সিন্দুকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।