আমি সত্যের এবং সুন্দরের পুজারী। কজন মানুষের সাথে হাসিমুখে মিষ্টি ভাষায় যারা কথা বলে তাদের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা । আর যারা নিজেদের অনেক বড় ভাবে, তাদের প্রতি আমার রয়েছে করুণা ।
আমি অত্যন্ত ঘুমকাতুরে একজন মানুষ, কিছুটা ঘরকুনো স্বভাবের ও বৈকি।
আমি বিশ্বাস করি মানুষ ঘুমিয়ে তার জীবনের অনেক গুরূত্বপূর্ণ সময় নষ্ট করে।
যেমন কেউ যদি ৭০ বছর বাঁচে, তাহলে সে তার জীবনে প্রতিদিন যদি গড়ে ৮ ঘন্টা ও ঘুমায়, তাহলে ও তার জীবনের এক তৃতীয়াংশ সময় ঘুমিয়ে কাটায়। অর্থাৎ ৭০ বছরের মধ্যে ২৩ বছর কেটে যায় ঘুমিয়ে। অনেকে ই অবশ্য ঘুমের প্রয়োজনীয়তার কথা বলবেন, যে শরীরের বিশ্রামের প্রয়োজন। নতুন করে রিচার্জ হওয়ার জন্য ঘুমের দরকার। কেউ হয়তো বলবেন তিনি ঘুমের মাঝে অনেক সমস্যার সমাধান করেন।
এটা অবশ্য সম্ভব। কেননা ইন্টারমিডিয়েট এ গণিত ২য় পত্র পরীক্ষা দিয়ে এসে ঘুমের মাঝেই আমি পরীক্ষার খাতায় কোন অঙ্ক ভুল করে আসছি তাই শুধু না, বরং কোন অঙ্কের কোথায় ভুল করে আসছি তাও আবিষ্কার করি।
মন খারাপ হলেও মানুষের মস্তিষ্কের সাব কনশাস মাইন্ডের চমতকারিত্বে আবারো বিমুগ্ধ হই আমি।
কেউ কেউ হয়ত বলবেন ঘুমের মাঝে তিনি তার স্বপ্নের পরিচিত জগতে চলে যান। সেখানে হয়ত তার পরিচিত কোন রূপসী রমণী তার অপেক্ষায় থাকে।
কিন্তু শুধুমাত্র বিনোদনের জন্য ঘুমান , এমন কেউ কি আছেন ? আমার তো মনে হয় আমি মাঝে মাঝে বিনোদনের জন্যে ও ঘুমাই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।