ভালোবাসি নদী আর সবুজ আবুলের একটা ছেলে ছিল। খুবই ডানপিটে। পড়াশুনার বালাই নেই , শুধূই বাঁদড়ামো করে।
আবুল তাকে বলে, পড়াশুনা কর, ভালোভাবে চল, বড়দের কথা মেনে চল।
কিন্তু কে শোনে কার কথা।
সে তার মত দুষ্টুমি করেই গেল।
আবুল বুঝতে পারল তার আর কিছুই করার নেই। প্রতিবেশীরও তার দুষ্টুমির কথা বলতে লাগলো।
আবুলও কম যায়না । সে বলে এরকম দুষ্টু নি্যে তার ভাবার দরকার নাই।
এরকম একটা দুষ্টুর জন্য তার কিছুই যায় আসে না।
এ হল আমাদের অর্থমন্ত্রীর দুষ্টু কথন। ভাঙব তবু মচকাবো না, পারি না পারি মন্ত্রীর পদ ছাড়বনা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।