আমাদের কথা খুঁজে নিন

   

অর্থমন্ত্রীর মাল মাথায় মাল আছে কি..?

I am waiting for someone and I know she will ever come. হলমার্ক কেলেঙ্কারী যখন ধরা পড়ল তখন আবুল মাল আব্দুল মুহিত বললেন, ৪ হাজার কোটি টাকা কোন ব্যাপার না । আমাদের মত দেশে অর্থমন্ত্রী কোন সাহসে একথা বলেন তা ভেবে দেশের সাধারণ মানুষ তাকে পরমবন্ধু ভেবে চরম নিকৃষ্ট ভাষায় তাকে গালিগালাজ করেন। পরে অবশ্য চৌকস মানুষের মত জাতির উদ্দেশ্যে ক্ষমা চান। সে যাত্রায় মাল সাহেব ক্ষমা পান । কিন্তু মাল সাহেব কত মালের বিনিময়ে আবার হলমার্কের প্রতি প্রীতি দেখিয়ে উল্টাপাল্টা বকতে শুরু করেছেন।

হলমার্কের সাথে সমঝতার কথা ভাবছেন। সেদিন তিনি বললেন, হলমার্কের চেয়ারম্যান তানভীর মাহমুদ কে জামিন দিয়ে অর্থ লোন দেয়ার কথা। চরম দুর্নীতিগ্রস্থ মানুষকে যদি ছেড়ে দিয়ে লোন প্রদান করে আবার পুন:প্রতিষ্ঠা করার চিন্তা যদি অর্থমন্ত্রীর মত মানুষের মাথা থেকে বের হয়ে আসে তখন আর আমার দেশের মন্ত্রী-আমলাদের খুব একটা স্বচ্ছ বলতে সাহস পাই না…? ৩০ মার্চের প্রথম আলোতে দেখলাম তিনি দেশের “বুদ্ধিজীবী ও ব্যাংকারদের কথা রাবিশ ও বোগস” বলে আখ্যায়িত করেছেন। তখন হয়তো বা অনেকে নাখোশ হবেন , মনের গহীনে কিছু লুকিয়া থাকা গালিগালাজ আওড়াতে চাইবেন। আমি বলি কি আগে তার সম্পের্কে ভালো করে জানা উচিত…? কারণ তার মাথা সুস্থ আছে কি’না কিংবা মস্তিষ্ক বিকৃত হয়েছে কি’না সেটা আগে বিবেচনা করা উচিত..? ক্ষমা শব্দটা তো তার সংরক্ষণেই আছে্ ।

যে কোন মুহুর্তে সেটি বের করলেই হবে….. ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.