আমাদের কথা খুঁজে নিন

   

অর্থমন্ত্রীর সঙ্গী হতে চান আরিফ

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর উন্নয়নে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গী হতে চান। এ জন্যই জাতীয় সংসদ নির্বাচনে নিজ দল বিএনপি অংশ না নিলেও নগরীর উন্নয়নে বেগ পেতে হচ্ছে না আরিফকে। অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়ে সিলেটে ফিরেই নগরপিতা আরিফকে ডেকেছেন মুহিত। একসঙ্গে ঘুরে দেখেছেন চলমান উন্নয়ন কাজ। নতুন মেয়র উন্নয়নে অন্তঃপ্রাণ দাবি করে অর্থমন্ত্রী গণমাধ্যমের সামনে প্রশংসাও করেছেন।

দেশের রাজনীতি এখন বিভক্ত দুই জোটে। বিভিন্ন ইস্যুতে রাজপথে প্রায়ই মুখোমুখি হচ্ছেন মহাজোট ও ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা। তবে সিলেটে এই দুই জোটের বাইরেও রয়েছে অন্য আরেকটি জোট। সে জোট হচ্ছে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য মেয়র আরিফুল হক চৌধুরীর। রাজনীতির মাঠে দুই মেরুর বাসিন্দা এ দুই নেতা জোটবদ্ধ হয়েছেন সিলেটের উন্নয়নে।

দলমতের ঊধের্্ব থেকে দুজনেরই চিন্তা একই- কেবল উন্নয়ন।

আরিফ মনে করেন, সিটি করপোরেশনের মেয়র মানেই নগরীর অভিভাবক। মেয়রের চেয়ারে বসে দলীয় চিন্তাভাবনা করা যায় না। রাজনীতি আর মেয়রের দায়িত্ব এক করলে উন্নয়ন হয় না। মেয়র হিসেবে তিনি সব দলের-মতের।

উন্নয়ন ও সেবা দিয়েই তিনি নির্বাচনপূর্ব প্রতিশ্রুতি পূরণ করতে চান। সিলেট-১ আসনের এমপি ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উন্নয়নের ব্যাপারে খুবই আন্তরিক উল্লেখ করে মেয়র আরিফ বলেন, 'আমরা দুজনই সিলেটের উন্নয়ন করতে চাই। সিটি করপোরেশনে বিজয়ী হওয়ার পর অর্থমন্ত্রীর কাছে আমি নগরীর উন্নয়নে কিছু প্রস্তাব দিয়েছিলাম। তিনি তা বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পরও অর্থমন্ত্রী সিলেট এসে আমাকে সঙ্গে নিয়ে উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন।

আবারও আশ্বস্ত করেছেন সহযোগিতার ব্যাপারে। '

দশম জাতীয় সংসদে সরকার বা বিরোধী দল কোনোটিতেই নেই বিএনপি। তারপরও সিটি করপোরেশনের মেয়র হিসেবে উন্নয়ন কাজ চালিয়ে যেতে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন না মেয়র। মেয়র আরিফ জানান, নির্বাচনের আগে তিনি যেভাবে উন্নয়ন কাজ চালিয়ে গেছেন, নির্বাচনের পরও সে ধারা অব্যাহত রয়েছে। দলীয় রাজনীতির প্রভাব সিটি করপোরেশনে পড়বে না বলে মনে করেন তিনি।

বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে মেয়র আরিফুল হক চৌধুরী জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালিয়ে নগরীর ফুটপাত ও রাস্তা থেকে হকার উচ্ছেদ করেছেন। গাভিয়ার খাল উদ্ধার করে খনন কাজ শুরু করেছেন। সব কিছুতেই অর্থমন্ত্রীর সম্মতি ও সহযোগিতা ছিল। স্থানীয় প্রশাসন ও নগরবাসীর সহযোগিতা অব্যাহত থাকলে সিলেটকে একটি পরিচ্ছন্ন মডেল নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.