আমাদের কথা খুঁজে নিন

   

মুছে ফেলার পর আবার ও মেঘ বালিকা এবং আবারও মুছে ফেলা

যা দেখি,শুনি,অনুভব করি, আমি স্বপ্নি। তাই গল্পে রুপ দিতে চাই...............

বহু দিন পর আজ আবার লিখতে বসলাম। তবে এই লেখা হতে পারে প্রচন্ড ক্ষোভ কিংবা দুঃখ কিংবা না পাওয়ার বেদনা হতে। আর আমার যত ক্ষোভ তা বরাবরের মত ওই ধর্মের উপর। ধর্মের ভিত্তিতে যেভাবে মানুষের খাওয়া থেকে শুরু করে অন্য সকল কিছুকে শ্রেনীকরন করা হয়েছে তার উপর আমার তীব্র ঘৃনা জানাই আর একবার।

মেঘবালিকার সাথে আজ আমার শেষ সন্ধ্যা কাটানো। এরপর আর কখনো আলো আধারের লুকোচুরিতে,চোরের মত আমার তাকিয়ে থাকা হবে না। মেঘবালিকা,আজ আমার একদম কষ্ট হয়নি। বরং ঘৃনা হয়েছে সমাজের কিছু মানুষ এবং তাদের তৈরি করা ধর্মের উপর। যেই ধর্মের কারনে তুমি আমাকে কখনো আপন করে নিতে সাহস পাওনি।

তবে আজও জানতে পারিনি যে তুমি আমাকে কখনো একটি বারের জন্যও ভালবেসেছিলে কিনা। আসলে বড়ই বিচিত্র নারীর মন। কিন্তু প্রতিদিন সকালবেলা,যখন তুমি আমাকে ফোন করে ঘুম থেকে ডেকে তুলতে,তোমার সাথে কাটানো আমার প্রতিটি মূহুর্ত,তোমার প্রতিটি কথা,নিঃশ্বাস আমার কাছে ছিল মধুর চেয়েও মধুর। আমি জানি আজকের পর হতে তুমি আর আমাকে ঘুম থেকে জাগাবে না। তোমার কন্ঠও আর শোনা হবে না।

আর আমি ইচ্ছে করেই শুনবোনা কোন সময়। আজ থেকে হারিয়ে যাবো গহীন কোন অন্ধকারে। তুমি চাইলেও আর খুজে পাবেনা,যদিনা আমি চাই। জানি এতে তোমার কিছুই আসে যায় না,তবে আমার আসে। আর তাই হারিয়ে যাওয়াই আমার শ্রেয়।

কিন্তু একটা বিষয়ে তোমাকে সাবধান করা আমার হলনা,তুমি যেই সুখের পেছনে ছুটছ,সেখানে শান্তি তুমি পাবেনা। না এটা অভিশাপ নয়,এটা অনুমান। আমার কেন জানি মনে হয় শান্তি তুমি পাবে না। এরপরও তোমার সুখের জন্য দোয়া করি সব সময়। তুমি ভাল থেকো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.