পাতা ঝরা মৌসুমী ফুলের মত
ঝরে যায় জীবনের পাপড়ি যত
ঝরে ঝরে একদিন নিঃশেষ হয়
তারপর মুছে যায় সব পরিচয়
কিছুদিন আগে কুড়ি তারপর ফুল
তারপর সুগন্ধ বিলিয়ে অতুল
চারিদিকে হইচই নতুন বিজয়
তারপর মুছে যায় সব পরিচয়
আসলে জীবন এক অশেষ নদী
বহমান ধারা বুকে ঢেউ জলধি
মৃত্যুতো জীবনের শেষ কথা নয়
তারপর মুছে যায় সব পরিচয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।