আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশিদের জন্য কাজ কমে গেছে মাইক্রোওয়ার্কার্স - এ

বিবর্ণ জীবনে কয়েক ফোটা রং...... বাংলাদেশি ফ্রীল্যান্সারদের জন্য খারাপ খবর। অনলাইনে বিড ছাড়া কাজ পাওয়ার জনপ্রিয় সাইট মাইক্রোওয়ার্কার্সে দিনে দিনে কমে গেছে কাজ। তবে এ ঘটনা শুধু বাংলাদেশ থেকে যারা রেজিস্ট্রাশন করেছেন তাদের জন্য। নেপাল এবং ইন্ডিয়ার পাবলিকের জন্য কাজ তো কমেই নাই, উল্টো বেড়েছে। এখন মাইক্রোওয়ার্কার্সে লগ ইন করলে বেশিরভাগ সময়ই একসাথে ৩ টার বেশি কাজ দেখানো হয় না বাংলাদেশিদের।

কখনও কখনও ১ টা আবার অনেক সময়, কোন কাজই থাকে না। ফলে অনেকের ইনকাম কমে গেছে এই সাইট থেকে। আবার যে অল্প কিছু কাজ এখনও পাওয়া যাচ্ছে সেগুলোও অনেকেই করতে পারে না। এরমধ্যা সবচেয়ে বেশি চাওয়া হয় PR3 অথবা PR4 ব্লগে কমেন্ট বা লিংক পোস্ট করার কাজ। যা অধিকাংশ বাংলাদেশির পক্ষেই করা সম্ভব হয় না।

এ বিষয়টি নিয়ে আমি ফেসবুকে মাইক্রোওয়ার্কার্সের পেজে একদিন আলোচনা করেছি। যা ফল পাওয়া গেল, তা অনেকটা এরকম- বাংলাদেশ এবং নেপাল থেকে হুজুগে অনেকেই সাইট টিতে রেজিস্ট্রার করেছে। যাদের অনেকেই ঠিক ঠাক মত কোন কাজই কমপ্লিট করতে পারে না। এজন্য নাকি এমপ্লয়ার রা বাংলাদেশি আর নেপালিদের ব্যাপারে খুবই সতর্ক। তাই বাংলাদেশিদের কাজের পরিমাণ দিনে দিনে কমছে।

তবে নেপালিদের কাজের পরিমান কমে গেছে বলে কোন খবর নেই। তার মানে কি- তারা তাদের ইমেজ পুনরুদ্ধার করেছে??? আমরা কি করছি তাহলে???  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.