যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এদেশের মানুষের কত-না আগ্রহ। সে দেশের চাকচিক্যময় ও জৌলুশে ভরপুর জীবন-যাপনে আকৃষ্ট নয় এমন কেউ নেই এ দেশে বোধ হয়। তাই তো এদেশের সোনার ছেলেরা সর্বস্ব খুইয়ে পাড়ি দিচ্ছে সোনার হরিণ ধরার মানসে। কিন্তু আমার কথা অন্য বিষয়ে।
সেদেশে অবস্থানরত বাংলাদেশি ছেলে-মেয়েদের নিয়ে।
তারা সে দেশে কি করছে? লেখাপড়া করে সাফল্যের স্বর্ণশিখরে আরোহণ করছে নাকি নাষ্টমীর চুড়ান্ত গহীনে পতিত হচ্ছে।
আমার জানা মতে বেশ কয়েক ঘটনা আমাকে দারুন ভাবে ব্যথিত করেছে।
একটি ঘটনা বলি, যুক্তরাজ্য প্রবাসী এক মেয়ে এদেশে এসে একটি ছেলেকে বিয়ে করেছে। ছেলের ভাষ্যমতে, মেয়েটি তাকে নিয়ে বিকৃতির চূড়ান্ত কিছু করিয়েছে। ছেলেটি সোনার হরিণ ধরার আশায় সবকিছু মেয়ের মনোবাসনা মতো করেছে।
দীর্ঘ ছয়মাস দেশে থেকে ছেলেকে নিয়ে মেয়েটি দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছে, হানিমুন করেছে। তারপর সেদেশে পাড়ি দিয়ে মেয়েটি জানিয়েছে, ছেলেটি আনফিট। সে কিছুই জানে না।
আবার অন্যদিকে, একটি ছেলে বাংলাদেশে এসে একটি মেয়েকে বিয়ে করেছে। বিদেশে গিয়ে মেয়েটিকে অনেক গঞ্জনা, অনেক কষ্ট সহ্য করে ঘর-সংসার করতে হচ্ছে।
ছেলেটি মনে করে, সে এদেশ থেকে একটি কাজের মেয়ে নিয়েছে। তাকে খাওয়াচ্ছে, পরাচ্ছে বিনিময়ে ঘরের যাবতীয় কাজ-কর্ম তাকেই করতে হবে। এবং সে যত বিকৃত মানসিকতার হোক, তা মেয়েটিকে মেনে নিতে হবে।
এরকম হাজার হাজার ঘটনা এ সমাজে ঘটছে। কেবল যারা ভোগে তারাই জানে, কাউকে জানতে দেয় না লোক লজ্জার ভয়ে।
তাই বলি, সাধু সাবধান। সোনার হরিণ ধরার মানসে জীবনটা বিষিয়ে দেবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।