আমাদের কথা খুঁজে নিন

   

বিরোধীদলের কর্মসূচীকে সরকারের এত ভয় কেন?

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d বিএনপির ডাকা গত ১২ই মার্চে ঢাকায় মহাসমাবেশের দিন সরকার পুরো ঢাকা শহরে অঘোষিত হরতাল ডেকেছিল। জোড়পূর্বক সমস্ত যানবাহন বন্ধ করে দিয়েছিল। ঢাকার বাহির থেকে কোন যাত্রীবাহী গাড়ী ঢাকায় ঢোকেনি। রাজধানীর প্রতিটি প্রবেশ পথে কড়া তল্লাশি চালিয়েছে যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠন।

আমরা টিভিতে সেসব দৃশ্য দেখেছি। পুলিশ বা বিভিন্ন নিরাপত্তা বাহিনী প্রয়োজনে জনগনকে তল্লাশি চালাতে পারে কিন্তু যুবলীগের নেতাকর্মীদের হস্তক্ষেপের দৃষ্টিকটু লেগেছে এবং বিশ্ববাসী মিডিয়ার কল্যানে সেগুলো দেখেছে, জেনেছে। বিরোধীদলের ১২ই মার্চের কর্মসূচী ঠেকাতে সরকারের নিচুমানের পদক্ষেপের জন্য সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সাধারন নাগরিক সমাজ তীব্র নিন্দা জানিয়েছে। আজও বিএনপির সমাবেশ। কিন্তু গতকাল থেকেই ঢাকায় আসা যাত্রীবাহী গাড়ী প্রায় কমিয়ে দেয়া হয়েছে।

গতকাল থেকে ঢাকা বরিশাল রুটের লঞ্চ বন্ধ করে দেয়া হয়েছে ঘূর্ণিঝড়ের আশংকায়, অথচ আবহাওয়া অফিসের সেরকম কোন সংকেত নেই। আজ ঢাকা শহরের ভিতরে পাবলিক ট্রান্সপোর্ট প্রায় ৮০% চলছে না। বিভিন্ন স্থানে পুলিশ এবং আওয়ামীলীগের লোকজন তল্লাশি চালাচ্ছে। বিভিন্ন স্থানে ধরপাকড় চলছে। প্রশ্ন হলো: বিরোধী দলের কর্মসূচীতে সরকারের এ ধরনের আচরন কেন? তবে কি সরকার তাদের ভয় পাচ্ছে? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.