আমাদের কথা খুঁজে নিন

   

বিরোধীদলের রাজনীতি

দুঃখজনক হলেও এটা সত্যি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কখনও জনগনের কথা চিন্তা করে কিছু করেনি। এমনকি তারা যখন বিরোধী দলে থাকে তখনও না। এখন পর্যন্ত কোন রাজনৈতিক দল কে দেখলাম না যারা বিরোধী দলে থেকে জনগনের জন্য আন্দোলন করল। তাদের সব আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য। তারা সবসময় চিন্তা করে কিভাবে সরকার কে প্যাচে ফেলান যায়, কিভাবে সরকারের কাজে প্রতিবন্ধিকতা তৈরি করা যায়।

যে দল যত বেশি এই কাজটা করতে পারে সে দল বিরোধীদল হিসেবে তত সফল। তারা কোটি কোটি টাকা খরচ করে জনসভা সফল করার জন্য কিন্তু এক টাকাও খরচ করেনা কোন দুর্ঘটনায় আহত না ক্ষতিগ্রস্ত মানুষের জন্য, তাদের কোন কর্মীর নামে মামলা হলে বা তাদের উপর হামলা হলে তারা দিনের পর দিন হরতাল অবরোধ কর্মসূচি দেয় কিন্তু কখনও জনগনের দুর্ভোগের প্রতিবাদ করে কোন কর্মসূচি দেয় না, তারা সবসময় বলে তাদের সব আন্দোলন জনগনের জন্য ক্ষমতায় যাওয়ার জন্য নয় জনগনের জন্য কিন্তু তাদের সব কর্মসূচিতে জনগণেরই বেশি দুর্ভোগ হয়। আজ স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের বাঁচাতে যখন জামাত হরতাল দেয় তখন বিএনপি তাতে নৈতিক সমর্থন দেয় কিন্তু দেশের সম্পদ রক্ষার জন্য যখন জাতীয় তেল গ্যাস রক্ষা কমিটি হরতাল ডাকে তখন তারা চুপ থাকে। ইলিয়াস আলি গুম হলে তারা দিনের পর দিন হরতাল ডাকে কিন্তু হাজার হাজার নিরহ জনগন মরলেও তারা কিছু করেনা, খালেদা জিয়ার বাড়ির জন্য তারা হরতাল দিতে পারে কিন্তু টিপাইমুখ বাঁধের প্রতিবাদে কোন কর্মসূচি দেয়না। আজ শেয়ার বাজারে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে কই তাদের জন্য তো বিএনপি রাস্তায় নামছে না, বলছে না সব ক্ষতিগ্রস্ত লোকদের ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না।

এক আবুলের জন্য আজ পদ্মা সেতু হচ্ছেনা কই তারা তো এর জন্য কোন অবরোধ কর্মসূচি দিচ্ছেনা বলছেনা পদ্মা সেতুর দুর্নীতির পিছনে যারা আছে তাদের কে গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলবে, তারা হলমার্ক কেলেঙ্কারির সাথে যারা জড়িত কই তাদের গ্রেপ্তার এর জন্য তো কোন আন্দোলন করছেনা। যে দল বিরোধী দলে থাকার সময়ই জনগনের কথা চিন্তা করেনা তারা ক্ষমতায় গেলে আর কি চিন্তা করবে। (এ কথা গুলো বিএনপি আওয়ামীলীগ সবার জন্য প্রযোজ্য। বর্তমানে বিএনপি বিরোধী দলে আছে তাই উদাহরণ গুলো তাদের দিয়েই দিলাম। ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.