মনে প্রাণে ঘৃণা করি রাজাকার। পাকিস্তানের দালালি করার শখ থাকলে এখানে ল্যাদাতে না আসার জন্য বলা হচ্ছে।
৫ জুন, মঙ্গলবার, সন্ধ্যার পর পৌরসভার মেয়র সহ কয়েকজন মাতাল হাজির হয় শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। তাদের একজন পেটে আর বুকে ব্যথার কথা বললে, কর্তব্যরত ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেন, রাত এগারোটার দিকে রোগীর অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে গেলে উত্তেজিত হয়ে পড়ে রোগীর লোকজন। দশ মিনিটের মধ্যে রোগীর মৃত্যু হয়।
ডাক্তাররা ধারণা করেন 'Acute M.I.' ( তারা যে মদ পান করেছিল তাতেও বিষাক্ত কিছু থাকার কারনে বিষক্রিয়া হবার সম্ভাবনা আছে)। সাথে সাথে ডাক্তার, নার্সের উপর শুরু হয় গনপিটুনি, যার অগ্রভাগে ছিলেন পৌরসভার মেয়র আর উপজেলা চেয়ারম্যান। খবর পেয়ে 'UH-FPO (Upozila Health & Family Planning officer) ছুটে আসলে তার উপর বিনা বাক্য ব্যয়ে ঝাঁপিয়ে পড়ে পাড় মাতালগুলো। ঘটনা স্থলে পুলিশ আসলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। অবশেষে ''হাতকড়া পড়িয়ে থানায় নিয়ে যেতে হবে'' ওই শর্তে পুলিশের হাতে তুলে দেয় UH-FPO কে।
পুলিশ সুবোধ বালকের মতো তাদের মাতাল প্রভুদের দাবি মেনে নিয়ে হাতকড়া পড়িয়ে থানায় নিয়ে যায় রক্তাক্ত অসহায় অমানুষটিকে। এদিকে কয়েকশ লোক খুঁজতে থাকে বাকি ডাক্তারদেরকে ধরে ধরে পেটানোর জন্য। রাতের খাবার খেতে যাওয়ায় দুই জন পুরুষ ডাক্তার এবং ঘরের ভিতর লুকিয়ে থেকে বাইরে থেকে তালা মেরে গনপিটুনি থেকে রক্ষা পান আরেক ডাক্তার দম্পতি।
সে রাত থেকে উপজেলার সব ডাক্তার পলাতক, UH-FPO জেলা সদর হাসপাতালে চিকিত্সাধীন আর সিভিল সার্জন রাত দুটার সময় তাকে থানা থেকে ছুটিয়ে নিয়ে, লোকাল এমপি এর সাথে প্রহসন মূলক সালিশ করে উনার কর্তব্য শেষ করেছেন।
আমি একজন চিকিৎসক হিসেবে, এই দেশের একজন নাগরিক হিসেবে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাই, শরীয়তপুর BMA আর সাথে একাত্মতা প্রকাশ করে অবিলম্বে দোষীদের উপযুক্ত শাস্তির দাবী জানাই, কেন্দ্রীয় BMA এবং স্বাস্থ্যমন্ত্রী এ ব্যপারে কি প্রতিক্রিয়া দেখান তা জানতে অপেক্ষা করছি।
*** ঘটনার বিবরণ একজন প্রত্যক্ষদর্শী চিকিৎসকের ভাষ্যমতে লেখা হল। ব্যক্তিগত ভাবে আমি ব্লগে মৌলিক লেখার বাইরে অন্য লেখা বলা যায় অপছন্দই করি , তবুও ফেসবুক থেকে সংগৃহীত এই খবরটি নিয়ে এই পোস্টটি দিতে বাধ্য হলাম। কারন এই জাতীয় ঘটনা পত্রিকাওয়ালা কখনো গুরুত্ব দিয়ে ছাপাবে না। ছাপালেও তাতে আশি ভাগ থাকবে মনের মাধুরী আর বিশ ভাগ সত্য।
*** এই অপ্রীতিকর ঘটনার পক্ষেই হোক কিংবা বিপক্ষে, দয়া করে অশালীন ভাষায় কেউ কোন মন্তব্য করবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।