সমেয়র সত্য কথা এই পঁচা মুখে বিশ্রী গন্ধ ছড়ায়। ১০০ হাত দূরে থাকুন.............এজন্য আপনার দম বন্ধ হয়ে গেলে
বিশ্বাস করুন বমি আসছে আমার। গা ঘিন ঘিন করছে। কি করব বলুন? একটা বিড়াল, জালিয়ে মারছে। শুধু কি আমি? সারা দেশের মানুষের মাথায় চড়ে বসেছে বেটা।
বেড়ালটার তোরে যাদের মাথায় জীবনে কাপড় উঠেনি তারাও এখন টুপি পড়ার প্র্যাকটিস করছেন। সবার মুখেই বেড়ালটার কথা। কি প্রশংসা রে বাবা.......। আচ্ছা, বেড়ালটা কি আমাদের কথা বুঝতে পারছে? পারলে নিশ্চয়ই টুপির উপর উঠে বসত। সুযোগ পেলে ভিজিয়ে ........................
ভেজা মাথায় তখন আমাদের ঠান্ডা মাথাগুলো বলে উঠত, সবই আশীর্বাদ।
সবার ভাগ্য কি এমন হয় নাকি?
আপনারা কি ভাবছেন আমি কল্পনায় আছি? আরে নাহ্। উপর থেকে এমন আশীর্বাদপুষ্টের সংখ্যা নেহায়েত কম না। বিশ্বাস হচ্ছে না? এতিদন তুচ্ছ একটা বিড়ালকে নিয়ে যারা এত নাটক-উপনাটক করলেন তাদের মাথা কি খুব শুকনো?
বিশ্বাস করুন আর নাই করুন, ওরা সবাই আশীর্বাদপুষ্ট। সাধারণ একটা বিষয়কে ধর্মের দোহাই দিয়ে যে উদ্দাম নৃত্য তারা দেখালেন, আশীর্বাদ ছাড়া এমনটা সম্ভব? সম্ভব না। সাধারণ আশীর্বাদ না, বেড়ালের আশীর্বাদ।
সব দেখে শুনে এবার মনে হচ্ছে উনাদের এতদিনকার ঐতিহাসিক নামটা মনে হয় হুমকির মধ্যে আছে। 'বক ধার্মিক' পাল্টে গেছে। ওরা বেড়াল ধার্মিক।
হাসছেন কেন? দাঁত ঢাকুন। বেয়াক্কেল কোথাকার।
নিজের এমন প্রশংসায় (?) কেউ কি হাসতে পারে? হ্যারে বোকা, আমি তোমার কথাই বলছি। তোমরাও এই বেড়াল থেকে দূরে না। গলা বড় করে লাভ নেই। সারা বিশ্ব দেখেছে (বাংলাদেশের বিবেকবান মানুষ দেখেছে কথাটা বলতে পারলাম না। বিবেকবান থাকলে এদেশে এমন ঘটনা ঘটত না।
বলতে লজ্জা নেই। জাতিগতভাবে আর যাই হোকনা কেন, আমরা বিবেকবান নই। )
আর কথা বাড়াব না। আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ধুর মিয়া, এমন একটা বাজে ঘটনা ঘটে গেল আর আমরা শুধু চেয়ে চেয়ে দেখলাম? আসলে এ ছাড়া আমাদের আর কিই বা করার ছিল।
এখন মেন হচ্ছে কুত্তাসম ওই বেড়াল ধার্মিকদের কাছে আমরা বন্দি। আর বন্দিত্বের এই শেকল পড়ছি আমরা নিজেরাই।
শুধু বললামই। কাজের কাজ কিছুই হবে না। বেড়াল ধার্মিক আর ধর্ম ব্যবসায়ীদের এই দলটি আপনার আমার সবার মাথায় চড়বে, সবার মাথা ভিজবে।
বেড়ালের ........ নিয়ে আমরা হামাগুড়ি দেব এগিয়ে যাওয়ার তরে। হায়রে আমাদের ধার্মিক মন আর ধর্ম বিশ্বাস..................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।