বোরহান উদ্দিন আহমেদ (মাসুম)
গুগুলে ক্লিক করলেই এই ম্যাসেজ টা আসে।
এতটুকু লিখা লিখতে গিয়ে অন্তত ৩০ বার নেট কানেকশন কাট হয়েছে।
ভাই অনেক কষ্টে এই লিখাটা আপনাদের সামনে নিয়ে আসলাম। ইন্টারনেট কানেকশন বার বার বন্ধ হচ্ছে। আমার লেপ্পুটার বারটা বাজিয়ে দিল এই ভাইরাস গুলায়।
নীচের ছবিতে ক্লিক করে বড় করে দেখে আমাকে একটু হেল্পান প্লিজ। কি ভাবে বাঁচি এই হারামি ভাইরাস গুলা তো দূর হচ্ছে না।
সিস্টেম রি স্টোরে ফুল সিস্টেম রিস্টোর করলাম। পি,সি চালু হলেই আবার আগের মত উইন্ডোজ কাস্টম সেফটি নামের এই সফটওয়্যার টা চালু হয়েই সব সত্তেনাস করে ফেলে। যদি কোন হৃদয়বান ব্যাক্তি থাকেন সামুতে হেল্পান প্লিজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।