আমাদের কথা খুঁজে নিন

   

একটেল রবীন্দ্র সংগীতটার এভাবে বারটা বাজাল?



কিছুক্ষন আগেই টেলিভিশনে একটেলের নতুন এয।ডটা দেখলাম। দেখে মনটা খারাপ হয়ে গেল। এযাডটিতে জিংগেল হিসেবে বযবহৃত হয়েছে " তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রূবতারা" রবীন্দ্রসংগীতটি। রবী বাবুর এই গানটি আমার অসম্ভব প্রিয়। জানিনা আমি সংকীর্ণ মানসিকতার কি না কারণ রবীন্দ্রসংগীতের এই বাণিজিযক বযবহার আমি সহজে মেনে নিতে পারিনা। আধুনিক দৃষ্টিকোণ থেকে বিশেষ করে রবীন্দ্র ভারতির সত্ত্ব উঠে যাওয়ার পর আমার এ ধরনের মতামতের হয়ত তেমন কোন মূলযই নেই তারপরও আমার এই সংকীর্ণ মন এখনো লাল পেড়ে সাদা শাড়ী, রজনীগন্ধার মালা, বর্ষার প্রথম কদম ফুলেই রবীন্দ্রনাথকে পেতে চায়, করপোরেট দুনিয়ার চোখ ধাঁধানো কৃত্রিম আলোতে নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.