জীবন যেখানে স্তব্ধ হয়ে আছে একসময় কত কাছাকাছি ছিলাম আমরা সারাদিন দুজনে কত ঝগড়া আর খুনসুটি চলত আমার ছোটখাটো কথাতেই তুমি রেগে যেতে কত পাগলামি না করতাম আমি সেই রাগ ভাঙ্গাতে আবার আমাকে রাগাতে পারলে তোমার সে কি আনন্দ হাসিতে লুটোপুটি খেতে তুমি তোমার সেই হাসি, শুধু সেই হাসিটুকু দেখবার জন্য আমি যে কতবার কপট রাগে রেগেছি তুমি বুঝতে পারতেনা, আমার সেই রাগের কারণ বরঞ্চ আমাকে রাগতে দেখলেই তুমি মজা পেতে আজ অনেক দিন হলো সেই কপট রাগে আর রাগতে পারিনা খুঁজে পাইনা রাগ করার কোনো বিষয় বস্তু এখন যে কেউ আর আমার রাগ দেখে মজা পায়না আমার রাগে যে আর কারো মনে আনন্দের ঢেউ উঠেনা চারদিকে এখন শুধুই হাহাকার হারানোর ব্যথা দুমড়ে মুচড়ে দেয় আমাকে আর সেই বেদনায় প্রতিনিয়ত রক্তক্ষরণ হয় রক্তক্ষরণ হয় হৃদয়ের গভীরে যেখানটাতেই রয়েছ তুমি আসবে কি কখনো আর পিছু ফিরে? মুছবে সেই কষ্টে ক্ষরিত রক্তকণা? অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকব যদি আস পাছে তোমার অমঙ্গল হয় তাই কখনো তোমাকে পিছু ডাকা হবেনা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।