সেই ছোটবেলায় পড়েছি পৃথিবীটা নাকি গোল অথবা গোলাকার............... আসলে কি তাই........ ???? হয়তো হবে.... এজন্যই হয়তো ১৯৯৯ আমার এক ব্যাচ জুনিয়র ছোট ভাইর সাথে পরীক্ষার হলে দেখা হয়ে গেল। একই রুমে থাকতাম ..বেশ মজা করতাম । ও আগের মতোই আছে ...... এখনো নাকি সচিবালয়ের পাশের পত্রিকার সেই দোকানটা আছে । দেখে চিনতে পারলো নাকি কিন্তু আমি ঠিকই চিনলাম.......... এখন প্রশ্ন ....... পৃথিবীটা কি এরকমই গোলাকার..............? আজকে যার সাথে দেখা হলো চলার পথে কোন একদিন তারই সাথে দেখা হয়ে যাবে ........... কিন্তু কতদিন পরে দেখা হতে পারে ..............? আগামীকালকে নতুন কার সাথে দেখা হবে যার সাথে সময়ের ব্যবধানে কোন এক পথের বাকে দেখা হতে পারে........... আবার শুনি পৃথিবীটা নাকি পুরো গোল না তাই মনে হয় ঘুরতে গিয়ে সাইড দিয়ে অনেকে চলে যায় কিন্তু দেখা হয় সম্পর্ন গোলাকার না হওয়ার কারণে........ না আর কোন চিন্তা নয়........ এসব চিন্তা থামিয়ে দিলাম এখানেই....... আপনারে চিন্তা থাকলে বলতে পারেন....... হায় ! হায়!....... গোছালো কিছু লিখলাম না ........... চিন্তাটা মাথায় ঘুরপাক খাচ্ছিল আর তাইতো লিখে ফেললাম কয়েক লাইন........... অন্য কোন দিন অন্য কোন প্রান্তে ...............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।