কোন সুরকার ও কন্ঠ শিল্পী থাকলে আওয়াজ দিয়েন। আমার এক বন্ধু কিছু গান লিখছেন আপনাদের ভাল লাগলে আরো দেয়া হবে।
আবেগ ঝরা পৃথিবীটা
গীতিকার, কাজী গোলাম কাওছার।
আবেগ ঝরা পৃথিবীটা আর ভাল লাগে না,
সন্ধ্যা প্রহর কেন হয় না।
আমি তো বেচে আছি সেই স্মৃতি নিযে,
ব্যথা ভরা হৃদয় আমার শুধু আনমনে।
। (ঐ)
কেন যে এমন হলো আজও জানিনা, আজও জানিনা,
সন্ধ্যা প্রহর কেন হয় না।
ঐ চোখ বলেছিলো ইশারায়, ব্যথা ছাড়া আর কিছু পাবেনা,
আবেগ ঝরা পৃথিবীটা আর ভাল লাগেনা,
সন্ধ্যা প্রহর কেন হয় না।
কতো গান কবিতা নিখবো বলো,
এমন যেন আর মানেনা,
আকাশের তারারা অন্ধকারেও জোঁনাকী ছড়ায়,
আমি কেন এতো অসহায়,
সেই স্মৃতি আজও কেন ভুলা যায়না।
আবেগ ঝরা পৃথিবীটা আর ভাল লাগেনা,
সন্ধ্যা প্রহর কেন হয় না।
ইউ.এ.ই = মোবাইল নং - ০০৯৭১৫২৭৫৭৯৬১৭
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।