জীবনের জন্যই এই সব কথামালা ১. মৃত্যুর মত এই আধার আরো ঘনিয়ে আসুক পৃথিবীর সব আলোক পথে চিরতরে গ্রহণ লাগুক। পৃথিবীময় রোজ পালিত হোক শোক, ভীষণ শোক! এই খানে, এই হৃদয়ে যেমন অগ্নিঝড় বয় মরিচিকার মত সুখগুলো যোজন দূরে রয় তেমনি করে এই পৃথিবী হোক বিষাদময়! ২. পৃথিবী টার শেষ দেখতে বড্ড ইচ্ছে করে ছিন্ন বিচ্ছিন্ন পড়ে থাকা পাষাণপুরী সব অবহেলা দুমড়ে মুচড়ে দিচ্ছি আঘাতে জমানো ক্ষোভগুলো একেকটা কুটার বড্ড ইচ্ছে করে; বড্ড ইচ্ছে করে এই পৃথিবীটা নিয়ে ফুটবল খেলি পা দিয়ে নাড়িয়ে দেই সব হিসেব নিকেশ একদিন সব কিছু আমার ইচ্ছে মতন!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।