আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীটা গোল

বাংলাদেশে সঠিক ইতিহাস সংরক্ষণের এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে আমাদের গৌরবময় ইতিহাস জানানোর প্রত্যয়ে... www.bangladesh1971.org

এই পৃথিবীটা গোল, আমি গতকাল বুঝতে পেরেছি তা। একজন মানুষ যদি সোজা হাটতে থাকে তাহলে কোন না কোন সময় সে তার আদি স্থানে পৌঁছে যাবে। তাহলে এইযে সুদীর্ঘ পথ সে হাঁটলো তার ফলাফল শুন্য। তাই যদি ভাল ফলাফল কেউ পেতে চায় তাহলে শুধুমাত্র সোজা হাঁটলে চলবে না। দীর্ঘ তিন বছর আগে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করেছিলাম।

সোজা চলেছি তাই আজ আবারও নিজেকে খুঁজে পেলাম সেখানে যেখান থেকে শুরু করেছিলাম। কিন্তু তাই বলে কি আমি সেখানেই আছি? হ্যাঁ, আমি সেখানেই আছি কিন্তু আমার অভিজ্ঞতার ঝুড়িতে বেশ কিছু শুকনো ফুল আর কাঁটা জমেছে। হয়তো নতুন কোন দিকে গন্তব্য শুরু করবো, তবে প্রতি কদমে মনে রাখবো এই ফুল আর কাঁটাগুলোর কথা। নতুন আরো ফুল হয়তো যোগ হবে, তবে কাঁটা আর যোগ হতে দেবনা। আমি হয়তো প্রথম ভ্রমণটা বেশ তাড়াতাড়ি শুরু শেষ করতে পেরেছিলাম তাই আরেকবার যাত্রা শুরু করতে পারবো, সবাইকি তা পারে? সবাইকি সেই সুযোগ পায়? আমাদের দেশে যেসব বাবারা সারাজীবন সৎ থেকে তাদের কর্মজীবনের ইতি টানেন তারা জীবনের শেষ বয়সে এসে কি পান? সন্তানের অবহেলা, কটুক্তি।

কারণ যেসব বাবারা সরলপথে চলেননি তাদের সন্তানদের অবস্থা দেখে সরলপথের বাবাদের সন্তানরা বাবাকে প্রশ্ন করে, "কি করেছ আমার জন্য?" তখন এইসব বাবারা নিজেদের খুঁজে পান নিজেকে ঠিক যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন সেখানে। কিন্তু নতুন করে যাত্রা শুরু করার সময় তখন আর তাদের হাতে থাকেনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.