আমি নিজের মৃত্যুকে বরণ করে নেয়া অজেয় একিলিস নই । আমি নিজের প্রেমে আত্মহারা নার্কিসাস নই । আমি অসম্ভবকে সম্ভব করা মহাবীর ... হেরাক্লেস নই। আমি পৃথিবীর ভার ধরে থাকা এটলাস নই । দুর্গম পথ পারি দিয়ে আসা ইথাকার রাজা ওডিসিউস নই ।
আমি সৌন্দর্যের প্রতিরূপ আদোনিস ন
কিছু কিছু মানুষ সরলতা আর বিশ্বাস এর সুযোগ নিয়ে ঠকিয়ে যায়।
আর কিছু মানুষ বন্ধুর মুখোশ পরে, আপনার পেছনে বাশ দিতে ব্যস্ত থাকে।
আর যাকে বেশি বিশ্বাস করবেন সে হয়ত সবচেয়ে বড় বাশটা নিয়ে বসে থাকবে।
এ পৃথিবীতে কাউকে বিশ্বাস করা আর ভালবাসাটা সবচেয়ে বোকামি।
আর কাউকে আপনার দৃর্বলতার কথা বলবেন না।
যদি বলেন তাহলে সে আপনাকে নিয়ে নিকৃষ্ট খেলায় মেতে উঠবে।
কেন যে মানুষ চলনা করে,আর বন্ধুর মুখোশ পরে অনিষ্ট করে বলতে পারেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।