আমাদের কথা খুঁজে নিন

   

বিকেল

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই বিকেল যখন হারিয়ে যায় খুঁজতে বের হই স্মৃতির নদীটির তীরে। খুঁজছি খুঁজছি, ডাকছি লেস ফিতার মত। এখাবে দেখা হয় অন্য আরেক বিকেলের সঙ্গে। সূর্যের সঙ্গে বসি। সোনালী গুঁড়ো আকাশে ছড়িয়ে বিকেল বলল এই তো এখানেই কথার আসার কথা ছিল তার।

এই বটের গাছের ঝুড়িতে, পাড় ভাঙা এটেল মাটির নিয়ে সে খেলে । যে কথাটি বলবে বলে বাক্যহীন এক বারান্দায় চেয়ার টেনে বসি, মুখোমুখি বসি। তারপর সহসা হাত টেনে দীর্ঘ অপেক্ষার রাগ ভাঙিয়ে দিতে চাই। খুব বেশি অপরিচিত মনে হয় সেই হাত। তবে কি সে নকল করতল একই রোদে গড়া? আমি তো জেনেই গেছি একই নামে কত মানুষ থাকে।

আমাদের বাড়ির ঢালু চালে দিনের যে সময়ভাগ দৌড়ে পালিয়েছিল, ওর নামও বিকেল। -- ড্রাফট ১.০ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।