আমাদের কথা খুঁজে নিন

   

বিকেল

তবুও জীবন যাচ্ছে কেটে...জীবনের নিয়মে....

আমি বসে বসে বিকেলের চলে যাওয়া দেখি আমার জানলা দিয়ে আধোঘুম চোখে দু'টো কাক বসে আছে পাতাহীন ডালে জানালার পাশে মরা গাছটায় শুকনো পাতাগুলো ঝরে পড়ার অপেক্ষায়। শেষ বিকেলের ঘোলাটে রোদ পড়ছে জানলার কাঁচে আমি বসে থাকি চুপচাপ দেয়ালে পিঠ হেলান দিয়ে শুনি দূরে উড়ে যাওয়া ক্লান্ত চিলের ডাক। বসে বসে দেখি আমি বিকেলের আকাশ বসে থাকি তোমার প্রতীক্ষায়। কিচির মিচির করে যায় কোন চড়ুই দম্পতি মেঘগুলো ভাসে ঐ নীলাকাশে কার ছায়া পড়ে আমার মাঝে? দূরের মেঘে স্বপ্ন আঁকি কোন দূরের আমার মাঝে আমি। অচেনা কালোমেঘ ঢেকে দেয় আমার আকাশ ডুবে যাওয়া সূর্যের আলো ম্রিয়মান হয় তবু আমি বসে থাকি তোমার প্রতীক্ষায়.......... .........একাকীত্ব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।