কলম চালাই ,এইগুলো লেখার পর্যায়ে পরে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে :) ব্লগের বয়স বছরের উপরে দেখালেও নিয়মিত লিখছি ১৭ আগস্ট ২০১২ থেকে :) বাজেট ভিউঃ সোয়া দুই কোটি টাকার বাজেট যেন শুয়েই না থাকে ।
একনজরে বাজেটঃ মোট বরাদ্দ ( ২০১৩-২০১৪ ) – ২,২২,৪৯১ কোটি টাকা ।
জিডিপি – ১১,৮৮,৮০০ টাকা ।
এডিপি – ৭২,২৮৫ কোটি টাকা ।
প্রবৃদ্ধি লক্ষমাত্রা – ৭.২ শতাংশ ।
রাজস্ব আয় – ১,৬৭,৪৫৯ কোটি টাকা ।
ঘাটতি – ৫৫,০৩২ কোটি টাকা ।
মূল্যস্ফীতি – ৭ শতাংশ ।
মোট ভর্তুকি – ১৫,৫১৬ কোটি টাকা ।
বৈদেশিক ঋণ – ২১ হাজার ৬৮ কোটি টাকা ।
অভ্যান্তরীন উৎস থেকে নেওয়া হবে – ৩৩ হাজার কোটি টাকা ( পরিমাণটি সম্পর্কে কিছুটা অনিশ্চিত । )
------------------------------------------
কৃষি খাতে – ৯,০০০ কোটি টাকা ।
মানব-সম্পদ খাতে – ১৫,১৪০ কোটি টাকা ।
শিক্ষা খাতে – ১৩,১৭৯ কোটি ২৩ লাখ টাকা ।
প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা খাতে ১১,৯৩৫ কোটি ৩৭ লাখ টাকা ।
কৃষি ও পল্লি উন্নয়নে – ১৬,৭৩২ কোটি টাকা ।
জ্বালানী খাতে – ১১,৩৫১ কোটি ২০ লাখ টাকা ।
স্বাস্থ্য খাতে – ৯,৪৯৫ কোটি টাকা ।
সড়ক যোগাযোগ ও রেলপথ খাতে – ১৮,২৩২ কোটি ৭৩ লাখ টাকা ।
( এর মধ্যে পদ্মা সেতুতে বরাদ্দ – ৬,৮৫২ কোটি টাকা )
যোগাযোগ অবকাঠামো খাতে – ১৯,২৬০ কোটি টাকা ।
নারী উন্নয়ন খাতে – ৮০ কোটি টাকা ।
প্রতিরক্ষা খাতে - ১৪,৫৬৫ কোটি ৫১ লাখ ১৫ হাজার টাকা ।
----------------------------------------
করমুক্ত ব্যাক্তি আয়ের সীমা – ২ লাখ ২০ হাজার টাকা ।
নারী ও ৬৫ বছরের উপরে – ২ লাখ ৫০ হাজার টাকা ।
প্রতিবন্ধীদের ক্ষেত্রে – ব্যাক্তি করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা ।
নূন্যতম গ্রামের আয়কর – সিটি কর্পোরেশন এলাকায় ৩ হাজার টাকা , জেলা সদরে ২ হাজার টাকা এবং উপজেলা পর্যায়ে ১ হাজার টাকা ।
নির্ধারিত করের পরে ১০% প্রদান বাবদ বাবদ কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে আবাসন ও শেয়ার বাজার ক্ষেত্রে ।
------------------------------------------------
দাম বাড়ার সম্ভাবনা – তামাকজাত পণ্য , গুঁড়া দুধ , আমদানি করা মশলা , আমদানি করা নিউজ প্রিন্ট , পটেটো চিপস (!) , মশার কয়েল (!) , হিমায়িত মাছ , ফ্লোট কাঁচ , প্রিন্টিং প্লেট , গ্যাস সিলিন্ডার , কোল্ড আয়রন রোল্ড ষ্টীল কয়েল , বিদেশী ফুল ও ফল , রেল স্লিপার ।
দাম কমার সম্ভাবনা – পোল্ট্রি ফিড , পাস্তুরিত তরল দুধ , রিকন্ডিশন্ড গাড়ি , সিম কার্ড , লেড লাইট , ডিজিটাল ক্যামেরা , প্রিন্টারের রিবন ও কালই , অগ্নিনির্বাপণ পণ্য , সোলার ল্যাম্প , মূলধন যন্ত্রপাতি , মেডিকেল যন্ত্রপাতি তৈরির কাঁচামাল , গাড়ির উইন্ডশিল্ড গ্লাস , সোয়েটার তৈরির কাঁচামাল , জেনারেটরের খুচরা যন্ত্রপাতি , অপটিক্যাল ফাইবার ক্যাবল , বায়োগ্যাস প্ল্যান্টের যন্ত্রাংশ ।
নতুন অর্থবছরে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি পরিকল্পনা করা হয়েছে ।
দুই লাইনের একটি ব্যাক্তিগত বাজেট বিশ্লেষণ দেইঃ
বাজেটের বড় অঙ্ক কিংবা পরিমান বাজেটের সাফল্য বয়ে আনে না । বাজেটের সাফল্য আসে তার দুর্নীতিমুক্ত বণ্টন ও প্রয়োগে ।
দুর্নীতিমুক্ত না হলে সোয়া দুই কোটি টাকার বাজেট শুয়েই থাকবে । মনে রাখবেন , জনগনের ভাল-মন্দ বাজেটের উপরে নির্ভর করে না , নির্ভর করে দেশের সুশাসনের উপরে ।
সর্বশেষে একটি সুখবর দিয়ে শেষ করছিঃ সন্ধ্যা সাড়ে সাতটায় বিদ্যুৎ উৎপাদন হয়েছে ৬,৪১৫ মেগাওয়াট , যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ।
বিদ্রঃ আপডেট চলবে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।