বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন জিম্বাবুয়ে সফরের সবগুলো খেলা টেলিভিশনে সম্প্রচারের ব্যবস্থা নেয়া হয়েছে। চলতি মাসে বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি২০ সিরিজ অনানুষ্ঠানিক হওয়ার কারণে তা টেলিভিশনে সম্প্রচারিত হওয়ার কথা ছিল না। আইসিসি'র ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপি'তে না থাকায় এ সিরিজকে আনুষ্ঠানিক মর্যাদা না দিয়ে অনানুষ্ঠানিক (আনঅফিসিয়াল) হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু দক্ষিণ আফ্রিকার স্পোর্টস চ্যানেল সুপারস্পোর্ট আজ (শুক্রবার) এ কথা নিশ্চিত করেছে যে, তারা সাত ম্যাচের সিরিজের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড- ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) এবং জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড- জিম্বাবুয়ে ক্রিকেটের (যেডসি) সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী খেলাগুলো সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে সুপারস্পোর্ট। বাংলাদেশ টেলিভিশনের কাছে ম্যাচগুলোর স্বত্ব বিক্রি করেছে স্পোর্টস চ্যানেলটি। ফলে বাংলাদেশের দর্শকরা আসন্ন সিরিজের সবগুলো ম্যাচ দেখার সুযোগ পাবেন। Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।