আমাদের কথা খুঁজে নিন

   

সিজদা

সিজদার পবিত্র বাগানে যখন আমার মাথা ও মেধা তোমার অলীক হাতের আঙ্গুলের স্পর্শের লোভে পেতে দেই, তখনও নষ্ট নগরীর ভানুমতি তার নিপুণ ‘উরাত’ দেখায় আমার চোখেরে। নানাবিধ ইমরুল কায়েস আমার কয়েদি আত্মার চোরাকুঠুরি থেকে বেরিয়ে এসে বলে: অবিশ্বাসীরা আঙ্গুর পায়, অতএব অবিশ্বাসী হও। সিজদার পবিত্র বাগানে আমি বড় কাঙাল সৈনিক সাহসের ইস্পাত ধারালো করে তবু নামি নিরলস সংগ্রামে। দু’হাতে প্রবল ‘নফি’ করে দেই আত্মার ছল, তোমার আঙ্গুলের স্পর্শের লোভে আমার চোখের জায়নামাজের ভিতর চিৎকার করে এক বিন্দু জল। বলো তুমি কবে, আর কতদিন পরে, আমার চুলের বেপরোয়া ধূলিগুলো ঝেড়ে দিয়ে, আমার আত্মায় দেবে এক অমল চুম্বন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।